‘অবশ্যই আমার ভালো করা উচিত’
- ক্রীড়া প্রতিবেদক
- ০৯ মে ২০২৪, ০০:০৫
লম্বা সময় ধরেই রান খরায় ভুগছেন লিটন দাস। জিম্বাবুয়ের বিপক্ষেও অফফর্ম অব্যাহত এই ওপেনারের। যদিও রান করে সিরিজের শেষ দু’টি টি-২০তে ঘুরে দাঁড়াতে চান লিটন। একটানা ব্যর্থ হওয়ার পর দ্রুতই নিজের ব্যাট হাসবে, এমন প্রত্যাশা তার।
২০২২ সালটা একেবারে স্বপ্নের মতো কাটিয়েছিলেন লিটন। তিন সংস্করণ মিলে ৪২ ম্যাচে ৪০.০২ গড়ে করেছিলেন ১ হাজার ৯২১ রান। পরের বছর ডানহাতি এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ১ হাজার ১১৫ রান। অথচ চলতি বছরে ব্যাট হাতে রানের দেখাই পাচ্ছেন না। হোঁচট খাচ্ছেন, রান তুলতেও ব্যর্থ হচ্ছেন। ২০২৪ সালে সব মিলিয়ে ৯ ম্যাচ খেলেছেন লিটন। ১১ ইনিংসে ব্যাটিং করা বাংলাদেশের এই ওপেনার ১২.১৮ গড়ে করেছেন মাত্র ১৩৪ রান। এখন পর্যন্ত হাফ সেঞ্চুরি করতে না পারা লিটন চারবার আউট হয়েছেন শূন্য রানে। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে ভালো করতে না পারায় শেষ ওয়ানডের দল থেকে বাদও পড়েছিলেন।
লিটনের ব্যর্থতা অব্যাহত আছে চলমান সিরিজেও। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-২০তে ১ রানে বোল্ড হয়ে ফিরেছিলেন ব্লেসিং মুজারাবানির লেংথ ডেলিভারিতে। পরের ম্যাচে আউট হয়েছেন ২৫ বলে ২৩ রানের ইনিংস খেলে। তৃতীয় ম্যাচে তিনবার স্কুপ করার চেষ্টায় শেষবারে বোল্ড হয়ে যান লিটন। করেন ১৫ বলে ১২ রান।
লিটন জানান, ‘আমি যেভাবে টি-২০ গেম খেলতে পছন্দ করি, সেভাবেই খেলতে চাইছি। আশা করি সামনে আমার ব্যাট হাসবে। ওই শটটা...তেমন না (তিনটা স্কুপ খেলা খারাপ মনে হয়নি)। আমার কাছে মনে হয়েছে ওইটাই সেরা আইডিয়া। এজন্য আমি চেষ্টা করেছিলাম। দেখেন আমার এমন হয় না, যে ব্যাটে লেগে আবার স্টাম্পে যাচ্ছে। ওইটা বাউন্ডারিও হতে পারত। এটা ক্রিকেটের অংশ।’
তিনি যোগ করেন, ‘এটা একটা ব্যাটারের হবেই। কোনো সময় ভালো হবে, কোনো সময় খারাপ। কোনো সময় ভালো শট খেলেও আপনি আউট হতে পারেন। কোনো সময় খারাপ শট খেললেও বাঁচতে পারেন। চেষ্টা করে যাচ্ছি। দেখি কী হয়। তবে অবশ্যই আমার ভালো করা উচিত। দেখা যাক আরো দু’টি ম্যাচ আছে।’
জিম্বাবুয়ে সিরিজে লিটনের সাথে ব্যর্থ হচ্ছে বাংলাদেশের ওপেনিং জুটিও। তিন ম্যাচে পাওয়ার প্লেতে বাংলাদেশ রান তুলেছে যথাক্রমে ২২, ৩৮ ও ৪২। লিটনের বিশ্বাস উইকেট ভালো হলে প্রথম ৬ ওভারে ৬০ রানও হতে পারে। ‘যেদিন দেখবেন উইকেট খুব ভালো ৬০ রান হতে পারে। শেষ তিন ম্যাচে নতুন বল খেলাটা সবার জন্যই চ্যালেঞ্জিং ছিল। শুধু আমার না, সবার।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা