ফের জাতীয় দলে ফিরতে চান রোমান সানা
- ক্রীড়া প্রতিবেদক
- ০৯ মে ২০২৪, ০০:০৫
গত ফেব্রুয়ারিতে হঠাৎই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তারকা আরচার রোমান সানা। এরপর তার ও ফেডারেশন সেক্রেটারি কাজী রাজীব উদ্দিন চপলের বক্তব্য সমালোচনার জন্ম দেয়। তবে আশার খবর ফের বাংলাদেশ দলে খেলতে চান ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করা ক্রীড়াবিদটি। গত ২ মে সে আবেদন করে চিঠিও দিয়েছেন ফেডারেশন বরাবর। বাংলাদেশ আরচার ফেডারেশনের সাধারণ সম্পাদক চপল জানান, ‘রোমান সানার জাতীয় দলে ফেরার চিঠি দিয়েছে। আমরা সেই চিঠি ফেডারেশন সভাপতির কাছে পাঠিয়েছি। তিনি পুরো বিষয়টি পর্যালোচনা করবেন।’ অবশ্য সভাপতি সরাসরি রোমান সানাকে ফেরার অনুমতি দিচ্ছেন না। ফেডারেশনের পরবর্তী নির্বাহী কমিটির সভায় বিষয়টি উঠবে। সেখানেই সিদ্ধান্ত। উল্লেখ্য, রোমান সানা ছাড়া বাংলাদেশ পুরুষ আরচারি দল রিকার্ভ ইভেন্টে দুর্বল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা