এখন আরো আত্মবিশ্বাসী সাগরিকা
- রফিকুল হায়দার ফরহাদ
- ০৭ মে ২০২৪, ০০:২৬
এই সময়ে মহিলা ফুটবলের বয়সভিত্তিক পর্যায়ে তিন আলোচিত নাম। এক. গোলরক্ষক ইয়ারজান; দুই. স্ট্রাইকার সৌরভী আকন্দ প্রীতি ও তিন. মোসাম্মদ সাগরিকা। বাংলাদেশের সর্বশেষ দুই অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৬ সাফ শিরোপা জয়ের নেপথ্যে এই তিনজন। ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ সাফে সাগরিকার কার চার গোলের দু’টিই ছিল ভারতের বিপক্ষে। উভয় গোলই ইনজুরি টাইমে। একটিকে তার গোলে জয়। অপরটি ফাইনালে শেষ সময়ের গোলে ম্যাচ ড্র করা। এরপর টাইব্রেকার আর সাডেন ডেথ এর নাটক। আসরে তার অপর দুই গোল নেপালের বিপক্ষে। তাই এবারের ইউসিবি মহিলা লিগে সাগরিকার দিকেই নজর সবার। তবে লিগ রানার্সআপ আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের ( এআরসি এসসি) একাদশে সুযোগ মিলছে না পঞ্চগড়ের এই মেয়ের। তহুরা, প্রীতি, শাহেদা আক্তার রিপাদের কারণে বদলি হিসেবেই নামতে হয় তাকে। তা প্রথম ম্যাচে আর্মি স্পোর্টস ক্লাবের কাছে দলের অপ্রত্যাশিত হারের পরও। পরশু ঢাকা রেঞ্জার্সের বিপক্ষেও অনূর্ধ্ব-১৯ সাফের সেরা সাগরিকার মাঠে প্রবেশ ৫৮ মিনিটে। মিডফিল্ডার হালিমার আক্তারের বদলে তাকে মাঠে নামান কোচ গোলাম রায়হান বাপন। এই ৩২ মিনিট মাঠে থেকেই বাজিমাত উঠতি এই স্ট্রাইকারের। ৬৩, ৮২ ও ৮৪ মিনিটে তার করা হ্যাটিট্রিকেই ৪-০তে জয় এআরসি এসসির। পরশু অপর ম্যাচে উত্তরা এফসি ইলামনি ও স্বপ্না আক্তারের গোলে ২-০তে হারায় কাচারিপাড়া একাদশকে। এর আগে গত শুক্রবার নাসরিন স্পোর্ট অ্যাকাডেমি সানজিদা, সুমাইয়া, শামসুন্নাহারের জোড়া গোল এবং কৃষ্ণা রানীর অপর গোলে ৭-০তে জয় পায় শুদ্ধপুষ্করিনির বিপক্ষে।
এআরসি এসসির আরেক স্ট্রাইকার আকলিমা খাতুন ইনজুরি কাটিয়ে উঠেছেন। গত লিগে ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা এখনো একাদশে সুযোগ পাচ্ছেন না আকলিমা। তবে সাগরিকার গত পরশু রাতের পারফরম্যান্স নিশ্চিত কোচ বাপনকে নতুন করে ভাবতে বাধ্য করবে। গত বছর এফসি ব্রাহ্মণবাড়িয়ার হয়ে ১০ গোল করেছেন সাগরিকা। এবার ঢাকাস রেঞ্জার্সের বিপক্ষে হ্যাটট্রিক করার পর জানান, ‘অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে সাফে চার গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ার পর আমার আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে। যা আমাকে আরো ভালো করার উৎসাহ জোগাচ্ছে।’
তৃতীয় ম্যাচে এসে গোলের দেখা। গোলের দেখা পেয়েই সেটাকে হ্যাটট্রিকে রূপান্তরিত করা। সাগরিকা জানান, গত বছর লিগে আমি ১০ গোল করেছিলাম। এবার আরো বেশি গোল করতে চাই। সে সাথে সর্বোচ্চ গোলদাতা হওয়ার স্বপ্নও আছে। এই সবের নেপথ্যে প্রেরণা হিসিবে কাজ করছে অনূর্ধ্ব-১৯ সাফে আমার পারফরম্যান্স। এই কমলাপুর স্টেডিয়ামেই আমি সাফের সেরা খেলোয়াড় হয়েছি। এবার লিগও খেলছি এই মাঠে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা