১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ক্ষীণ আশায় লিভারপুল

-

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ঝড়ে অনেকটা উড়ে যাওয়ার অবস্থা হলো টটেনহ্যাম হটস্পারের। ম্যাচে প্রথমেই চার গোল হজম। এরপর অবশ্য দুই গোল শোধে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল স্পার্সারা। কিন্তু শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে ম্যাচ জয়ে লিগ শিরোপার ক্ষীণ আশা জিইয়ে রাখল জার্গেইন ক্লপের দল। মোহাম্মদ সালাহর শুরুর পর অ্যান্ডি রবার্টসন, কোডি গাকপো ও হার্ভে এলিয়ট জালের দেখা পেয়েছেন। পরে টটেনহ্যামের হয়ে দু’টি গোল শোধ করেন রিচার্লিসন ও সন হিউং-মিন। এদিকে বুন্দেসলিগায় পরশু আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে উড়িয়ে টানা ৪৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছে লেভারকুজেন। তারা স্পর্শ করেছে বেনফিকার রেকর্ড।


আরো সংবাদ



premium cement