বর্তমান নিয়ে চিন্তা করতে চান তানজিদ
- ক্রীড়া প্রতিবেদক
- ০৫ মে ২০২৪, ০০:০৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে ১২ ম্যাচে করেছিলেন ৩৮৪ রান। এমন পারফরম্যান্সের পরই তাকে টি-২০ দলে সুযোগ দেয়ার দাবি তুলেছিলেন অনেকে। যদিও সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে টি-২০তে ছিলেন না তানজিদ। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে তাকে ডাকা হয়েছে। গুঞ্জন আছে বিশ্বকাপ দলেও সুযোগ পাচ্ছেন এই ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে গত পরশু অভিষেক টি-২০তে ৪৭ বলে ৬৭ করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
তানজিদ জানিয়েছেন তার ভাবনাতে বিশ্বকাপ নেই। বর্তমান নিয়ে চিন্তা করতে চান। জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ খেললেও দুইবার জীবন পেয়েছেন তিনি। তানজিদ জানিয়েছেন ভাগ্য সহায় ছিল দেখেই এমন ইনিংস খেলতে পেরেছেন। তার ভাষ্য, ‘জীবন পাওয়া খেলারই একটা অংশ। আল্লাহ আমাকে দিছে, বাকিটা হয়ে গেছে।’
চট্টগ্রামের মাঠে ভালো কিছু ইনিংসের স্মৃতি আছে তানজিদের। বিপিএলে এই মাঠেই ৬৫ বলে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তানজিদ জানালেন যেকোনো মাঠেই দলের জন্য অবদান রাখাই মূল লক্ষ্য। ‘যেকোনো মাঠে ভালো খেললেই সেটা বিশেষ হয়ে যায়। তাই আমি সেভাবে চিন্তা করি না। চিন্তা করি, যে মাঠেই খেলি না কেন, যেন দলের জন্য ভালো কিছু এনে দিতে পারি।’
বিশ্বকাপ ভাবনার কথা জানিয়ে তানজিদ বলেম, ‘সামনে বিশ্বকাপ আছে, তা নিয়ে চিন্তা করি না। সব সময় বর্তমানে থাকার চেষ্টা করি। আমি শুধু আমার স্বাভাবিক ব্যাটিংটাই করেছি। আমি সাধারণত যে জায়গায় বল পেলে শট খেলি, ঠিক তাই করেছি। ইতিবাচক থাকার চেষ্টা করি।’
বেশ আগ্রাসী ওপেনার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তানজিদ। তবে পরিস্থিতি ভিন্ন হলে তার সাথে মানিয়ে নিয়েও ব্যাটিং করতে পারদর্শী তিনি। মূলত এই গুণের কারণেই বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন তরুণ এই ওপেনার। ‘আমি সব সময় ইতিবাচক মানসিকতায় খেলার চেষ্টা করি। স্ট্রাইকরেট আমার বেশি হলো কি না কম হলো এটা ভাবি না।’
যদিও টি-২০ অভিষেকের শুরুটা হতে পারত দুঃস্বপ্নের মতো। তবে সুযোগ পেয়ে সেটিকে রঙিন করলেন তানজিদ হাসান তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-২০তে বাংলাদেশের ৮ উইকেটের জয়ে বাঁহাতি এই ওপেনার খেললেন ৪৭ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস। ম্যাচজয়ী ইনিংস খেলার পরও ব্যাটিং কোচ ডেভিড হেম্প জানিয়েছেন তানজিদের আরো উন্নতির জায়গা আছে।
সৌম্য সরকার পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে থাকায় তানজিদ ও পারভেজ হোসেন ইমনের যেকোনো একজনের খেলাটা নিশ্চিতই ছিল। মাহমুদুল্লাহ রিয়াদের পরিয়ে দেয়া অভিষেক ক্যাপে লিটন দাসের সাথে ওপেনিংয়ের সুযোগটা পেয়েছেন তানজিদ। লিটন দ্রুত ফিরলেও এক প্রান্ত আগলে রেখেছিলেন বাঁহাতি এই ওপেনার। যদিও লাইভ পেয়েছেন তিনবার। ইনিংসের চতুর্থ ওভারেই ফিরতে পারতেন। ব্লেসিং মুজারাবানির তৃতীয় বলে পুল করতে গিয়ে টপ এজ হয়ে উইকেটকিপার ক্লাইভ মাদান্দের গ্লাভসে ক্যাচ দিয়েছিলেন তানজিদ। মাদান্দের ভুলে জীবন পান বগুড়ার এই ক্রিকেটার। ওভারের শেষ বলে ক্যাচ ছেড়ে বাঁহাতি এই ওপেনারকে জীবন দিয়েছেন সিকান্দার রাজাও। শেষ দিকে আরো একবার তার ক্যাচ ফেলে দেয় জিম্বাবুয়ের ফিল্ডার। জীবন পেয়ে ৮ চার ও ২ ছক্কায় ৪৭ বলে খেলেছেন অপরাজিত ৬৭ রানের ইনিংস।
জুনায়েদ সিদ্দিকীর পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে অভিষেকেই পঞ্চাশ ছুঁয়েছেন তিনি। নাজমুল হোসেন শান্তর সাথে গড়া জুটিতে জয়ের ভিত পায় বাংলাদেশ। তৌহিদ হৃদয়কে সাথে নিয়ে বাকি কাজটা সেরেছেন শেষ পর্যন্ত উইকেটে থেকে। হৃদয়ের সাথে গড়া ৩৬ বলে অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটিতে বাংলাদেশ জয় পেয়েছে ২৮ বল বাকি থাকতেই। ওপেনার হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে প্রথম পরীক্ষায় পাস মার্কও তুলে নিয়েছেন তানজিদ। তবুও বাঁহাতি এই ওপেনারের মাঝে আরো উন্নতির জায়গা দেখেন বাংলাদেশের ব্যাটিং কোচ।
গণমাধ্যমের সাথে আলাপকালে হেম্প বলেন, ‘তানজিদ উন্নতি করছে। সে এইচপি প্রোগ্রামের আওতায় থাকায় তাকে আগে দেখার অভিজ্ঞতা আছে। সে প্রতি সপ্তাহে, প্রতি মাসেই এগোচ্ছে। আগের চেয়ে ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে। তার এখনো উন্নতির অনেক জায়গা আছে। তবে তরুণ ক্রিকেটারদের নিজের শক্তির জায়গা প্রয়োগ করে ভালো করতে দেখার বিষয়টি দারুণ। বর্তমানে সে সঠিক পথেই এগোচ্ছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা