১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৫ বছর পর সেঞ্চুরি সাকিবের

-


বিধ্বংসী ব্যাটিংয়ে পাঁচ বছর পর সেঞ্চুরি করলেন সাকিব আল হাসান। শেখ পারভেজ রহমানের বলে লং অফে খেলে এক রান নিলেন সাকিব। আর তাতেই পৌঁছে গেলেন কাক্সিক্ষত শত রানে। প্রান্ত পরিবর্তন করে দুই হাত তুলে অভিবাদনের জবাব দিলেন। উদযাপন বলতে শুধু এটুকুই। সাকিবের দীর্ঘ অপেক্ষা ঘোচানোর দিন সেঞ্চুরি-খরা কাটিয়েছেন মোসাদ্দেক হোসেনও। পরে দু’জনকেও ছাড়িয়ে দিনের সবচেয়ে বড় ও আকর্ষণীয় ১৫৮ রানের ইনিংস খেলেন জাকির হাসান।

ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে গতকাল এক দিনেই এসেছে বিধ্বংসী এই তিন সেঞ্চুরি। ছক্কার ছড়াছড়ি ছিল সবার ব্যাটেই। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে বিকেএসপি চার নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সাকিব খেলেন ৭৯ বলে ১০৭ রানের ইনিংস। ইনিংসটি সাজান ৯টি চার ও ৭ ছক্কায়। ফতুল্লায় আবাহনী লিমিটেডের হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে মোসাদ্দেক উপহার দেন ৮ চার ও ১০ ছক্কায় ১০১ বলে ১৩৩ রানের ইনিংস। প্রাইম ব্যাংকের জাকিরের ব্যাট থেকে আসে ১৩২ বলে ১৫৮ রানের ইনিংস। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে বিকেএসপি তিন নম্বর মাঠে এই ইনিংসে মেরেছেন ৮টি চার ও ১২টি ছক্কা। জাকির ও মোসাদ্দেকের এটি ‘লিস্ট এ’ ক্রিকেটে ক্যারিয়ার সেরা ইনিংস। তবে বিশ্বকাপের আগে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিবের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফর্মে ফেরার সবচেয়ে বড় খবর বাংলাদেশের।

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সেঞ্চুরি করেছিলেন সাকিব। এরপর প্রায় পাঁচ বছরে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৭ ইনিংস খেলেও আর তিন অঙ্ক ছুঁতে পারেননি তিনি। এ সময়ে ১৪টি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের মধ্যে দুইবার ৯০ পেরিয়েও সেঞ্চুরির আগেই থামেন তিনি। মাঝের পাঁচ বছরে ১৯৯ ইনিংসে ৩৩ বার পঞ্চাশ করলেও শতরানের দেখা পাননি তিনি।
সাকিবের সেঞ্চুরির পরও এদিন হেরেছে তার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সাকিবের সেঞ্চুরি ও ইয়াসির আলির ৭১ রানে ভর করে ২৮০ রান সংগ্রহ ছিল শেখ জামালের। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২ বল আর ২ উইকেট বাকি হাতে রেখেই জয় পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। গাজীর হয়ে ১১৮ বলে ১২৫ রানের ইনিংস খেলেন মাহফুজুর রাব্বি। ১২টি ছক্কা আর ৩টি চার দিয়ে সাজিয়েছেন ইনিংস।

আবাহনীর আরো একটি জয়
সামনে থেকে নেতৃত্ব দিয়ে আবাহনীকে এবারো চ্যাম্পিয়ন করেছেন মোসাদ্দেক হোসেন। তবে এবারের প্রিমিয়ার লিগে ব্যাটসম্যান মোসাদ্দেক নিজের সেরাটা দেয়ার সুযোগই পেয়েছেন কম। মোহামেডানের বিপক্ষে খেলার আগে ১৪ ম্যাচে মাত্র ৭ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন তিনি। ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে এত দিন ব্যাটিং না পাওয়ার আক্ষেপই যেন ঘোচালেন তিনি। খেলেছেন ১০১ বলে ১৩৩ রানের ইনিংস। ৭৮ বলে ৯১ রান করেছেন সাব্বির হোসেন। ৩০৩ রানে অলআউট হয় আবাহনী। ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের ফিফটিতে ম্যাচেই ছিল মোহামেডান। তবে ৬০ বলের ৫৯ রানে ইমরুল ও মাহিদুল ইসলাম ৩৬ রানে আউট হলে পিছিয়ে পড়ে মোহামেডান। শেষ দিকে রুবেল মিয়ার ৬২ বলে ৬৫ ও আবু হায়দার রনি ২৭ বলে ৪০ রানের ইনিংস। তার পরও জয় পায়নি মোহামেডান। শেষ ওভারে মোহামেডানের প্রয়োজন ছিল ২৭ রান। মোসাদ্দেকের করা সেই ওভারে তারা তুলতে পারে ১৭ রান। ফলে ৯ রানের জয় পায় আবাহনী।

জাকিরের ক্যারিয়ারসেরা ইনিংস
বিকেএসপির তিন নম্বর মাঠে সহজ জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। জাকির হাসানের ক্যারিয়ার সেরা ১৫৮ রানের ইনিংসে আগে ব্যাট করে প্রাইম ব্যাংক করে ৩৪১ রান। জবাবে শাইনপুকুর ক্রিকেট ক্লাব গুটিয়ে যায় ২৩০ রানে। প্রাইম ব্যাংক জিতেছে ১১১ রানে। জাকিরের সেঞ্চুরির দিনে ৫৭ বলে ৫৪ করেছেন মোহাম্মদ মিঠুন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে অমিত হাসান সেঞ্চুরি করলেও খুব বেশি এগোতে পারেনি শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ১০৪ রানে অপরাজিত ছিলেন অমিত। ২৩০ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। ফলে ১১১ রানের জয় পায় প্রাইম ব্যাংক।

 


আরো সংবাদ



premium cement
জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার মানবসেবার জন্যই হাসপাতাল করেছি : জামায়াত আমির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা চিন্ময়ের জামিন শুনানি জানুয়ারিতেই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩৪৪ ধবলধোলাই এড়াতে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ নববর্ষের প্রকাশনা ইসলামী শ্রমনীতির প্রচারে ভূমিকা রাখবে : শামসুল ইসলাম ‘শেখ হাসিনা দেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়’ বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে : পরিবেশ উপদেষ্টা

সকল