১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফিরেই সফল সাইফুদ্দিন

উইকেট নেয়ার আনন্দে ভাসছেন বাংলাদেশ পেসার সাইফুদ্দিন : বিসিবি -

আগামী টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে তাদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে গতকাল মাঠে নামে বাংলাদেশ। দীর্ঘ ১৮ মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ২০০১ সালের পর বাংলাদেশের মাটিতে সাদা বলের ফরম্যাটে কোনো সিরিজ জিততে পারেনি জিম্বাবুয়ে। প্রথমবারের মতো স্কোয়াডে সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই অভিষেক হয়ে গেল তানজিদ হাসানের। টি-২০ সংস্করণে বাংলাদেশের ৯০তম ক্রিকেটার তরুণ এই বাঁহাতি ওপেনার।
শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। স্কোয়াডেই না থাকা সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমানের জায়গায় এসেছেন তানজিদ ও সাইফুদ্দিন। এছাড়া আছেন দুই বিশেষজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগে লেগ স্পিনার রিশাদ হোসেনের সাথে ছিলেন শেখ মেহেদি হাসান।

দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সফলতার মুখ দেখেছেন সাইফুদ্দিন। ইনিংসের পঞ্চম ওভারে তার হাতে বল তুলে দেন অধিনায়ক শান্ত। ওভারের চতুর্থ বলে জয়লর্ড গাম্বির কাছে চার হজম করেন তিনি। ওভারের শেষ বলটি ওয়াইড লেন্থে ছিল। ভুল করে শট খেলেন জিম্বাবুয়ের ওপেনার। তাসকিন আহমেদের ক্যাচে পরিণত হয়ে ১৪ বলে চারটি চারে ১৭ রান করে সাইফুদ্দিনের বলে সাজঘরে ফেরেন গাম্বি।
সাইফুদ্দিনের দ্বিতীয় শিকার লুক জংওয়ে। জিম্বাবুয়ের উইকেটে আসা-যাওয়ার মিছিলে যোগ দিলেন তিনিও। অষ্টম ওভারের চতুর্থ বলে ২ রান করে তৌহিদের দারুণ ক্যাচে পরিণত হন তিনি। অফ স্টাম্পের অনেকটা বাইরের বল টেনে মিড অনের ওপর দিয়ে খেলার চেষ্টায় হৃদয়ের হাতে ধরা পড়লেন জংওয়ে। অনেকটা জায়গা পেছনে গিয়ে মাথার ওপর থেকে দারুণ ক্যাচ নেন হৃদয়। নিজের ও ইনিংসের শেষ ওভারে সাইফুদ্দিন পেলেন তৃতীয় উইকেট। ১১৯ রানে নবম উইকেট হারাল জিম্বাবুয়ে। শেষ ওভারের দ্বিতীয় বলে ব্লেসিং ১ রান করা মুজারাবানিকে বোল্ড করেন তিনি। মাঠে ফিরেই এদিন বল হাতে সফলতা দেখালেন সাইফুদ্দিন। সব মিলে চার ওভারে ১৫ রানের বিনিময়ে নেন ৩টি উইকেট। এদিন বোলিংয়ে সফলতা দেখিয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান। ৪ ওভারে ১৪ রান খরচায় ৩টি উইকেট নেন তাসকিনও। ১৬ রানে দুই উইকেট মেহেদির। তিন বোলারের নৈপুণ্যে ১২৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।


আরো সংবাদ



premium cement

সকল