ম্যানচেস্টারের স্বপ্নে অয়ন পাপন রাহাত
- ক্রীড়া প্রতিবেদক
- ০৪ মে ২০২৪, ০০:০০
এর আগেও দুই দফা ইংলিশ লিগের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ট্রায়ালে গিয়েছিলেন বাংলাদেশের ফুটবলাররা। ২০১৪ ও ২০১৪ সালে ২৪ ফুটবলার ইংল্যান্ডগামী বিমানে উঠেছিল। এবার ফের ইউরোপের এই দেশের ক্লাবটিতে যাওয়ার সুযোগ সিরাজগঞ্জ সাদমান সাজিদ অয়ন, জয়পুরহাটের পাপন রায় এবং গাইবান্ধার রাহাত শেখের। শেখ জামাল ধানমিন্ড ক্লাব মাঠে গত পরশু ও এর আগের দিন ৫০০ ফুটবলারের মধ্য থেকে এই তিনজনকে বাছাই করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সকার ট্রেনিং স্কুলের কোচ মাইকেল নিরি। এদের মধ্যে অয়ন গোলরক্ষক। বাকি দুইজন মিডফিল্ডার। অ্যাপলো টায়ারের উদ্যোগে ইউনাইটেড উই প্লে এই ব্যানারে হয় এই ফুটবলার বাছাই। এই তিন ফুটবলারকে এখন জুলাই মাসে ভারতের ব্যাঙ্গালুরু যেতে হবে। সেখানে বিভিন্ন দেশের ফুটবলারদের সাথে ট্রায়াল শেষেই এক বাংলাদেশীর সুযোগ মিলবে ম্যানচেস্টার ইউনাইটেডের স্টেডিয়াম ওল্ডট্রাফোর্ডে খেলা দেখা এবং প্রশিক্ষণের সুযোগ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা