১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিপিএল থেকে একটি নেমে যাবে

মহিলা লিগের সেরা ৪ দল পাবে কাউন্সিলরশিপ
-

এবারের এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়র লিগ হচ্ছে ১০ দল নিয়ে। গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব শেষ সময়ে নাম প্রত্যাহার করে নেয়ায় তাদের রেলিগেটেড হিসেবেই ধরা হবে। ফলে বাকি দশ দলের মধ্য থেকে সবচেয়ে কম পয়েন্ট পাওয়া দলই নেমে যাবে। এছাড়া এবারের মহিলা লিগের সেরা চার দল বাফুফে কাউন্সিলরশিপ পাবে। গতকাল বাফুফের সভায় এই সিদ্ধান্ত। কাউন্সিলরশিপের বিষয়ে অবশ্য বাফুফের এজিএমএ পাস হতে হবে। ২৯ জুন বাফুফের এজিএম। সভার সিদ্ধান্ত এবারের পাইওনিয়ার লিগ হবে অনূর্ধ্ব-১৪ ফুটবলারদের নিয়ে। যদিও গত বছর এই লিগ হয়েছিল অনূর্ধ্ব-১৫ বছর বয়সীদের নিয়ে। তৃতীয় বিভাগ লিগের খেলোয়াড়দের বয়সসীমা অনূর্ধ্ব-১৬ এবং দ্বিতীয় বিভাগ লিগের ফুটবলারদের বয়স অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের জন্য নির্ধারণ করা হয়েছে গতকালের সভায়।


আরো সংবাদ



premium cement