১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সংক্ষিপ্ত সংবাদ

-

কাউন্সিলরশিপ দাবি মহিলা লিগের ক্লাবগুলোর
ক্রীড়া প্রতিবেদক
দরজায় কড়া নাড়ছে বাফুফের নির্বাচন। ফলে কাউন্সিলর পাওয়া নিয়েও চেষ্টা ক্লাব প্রতিনিধিদের। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাউন্সিলরশিপ দাবি করেছে চলমান মহিলা লিগে অংশগ্রহণকারী দলগুলো। ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া লিগে অংশ নেয়া দলগুলো কাউন্সিলরশিপ দাবি করেছে। গতকাল সভা শেষে জানান, বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। জানান, আমরা ক্লাবগুলোর দাবি প্রস্তাব আকারে বাফুফের নির্বাহী কমিটিতে পাঠাব।’ যোগ করেন, যে সব ক্লাব ছেলে ও মেয়েদের লিগ খেলবে তাদের দু’টি করে কাউন্সিলরশিপ থাকবে।

লেভানোদোভস্কির হ্যাটট্রিকে জয় বার্সার
ক্রীড়া ডেস্ক
দুর্দান্ত এক হ্যাটট্রিক রাবর্ট লেভানোদোভস্কির। এতে পিছিয়ে পড়েও পরশু দারুণ জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। প্রথমে লিড নিলো পড়ে ১-২ এ পিছিয়ে পড়ে বার্সা। এরপর লেভার হ্যাটট্রিকে ৪-২ এ জয়।


আজ পিএসজির বাধা ডর্টমুন্ড
ক্রীড়া প্রতিদেক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সেমিফাইনালে আজ পিএসজির সামনে বুরুশিয়া ডর্টমুন্ড। রাত ১টায় জার্মান ক্লাবটির মাঠে এই ম্যাচ।


হাফিজের ব্রোঞ্জ জয়
ক্রীড়া প্রতিদেক
মালদ্বীপে অনুষ্ঠিত এশিয়া কাপ ক্যারম চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে এককে ব্রোঞ্জপদক জিতেছেন হাফিজুর রহমান। ২০১১ সালে দলগত বিভাগে রুপা জিতেছিল বাংলাদেশ। তবে এবারই প্রথম একক ইভেন্টে বাংলাদেশের কোনো ক্যারম খেলোয়াড় বৈশ্বিক আসরে ব্রোঞ্জপদক জিতলেন।


ভলিবলে ৫ বছর নিষিদ্ধ ৩ খেলোয়াড়
ক্রীড়া প্রতিবেদক
পাঁচ বছর নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ জাতীয় ভলিবল দলের তিন খেলোয়াড়। এরা হলেন- পারভেজ মোশাররফ, তিতাস আহমেদ ও নোমান আহমেদ। তাদের এই নিষেধাজ্ঞা বহাল থাকবে ২০২৪ সালের ৩ এপ্রিল থেকে ২০২৯ সালের ২ এপ্রিল পর্যন্ত। শুধু জাতীয় দল নয়, ভলিবল ফেডারেশনের আওতাধীন কোনো প্রতিযোগিতায় তারা অংশ নিতে পারবেন না। ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর বক্তব্য, ‘তারা ক্যাম্পে অনিয়মিত এবং বিভিন্ন জায়গায় খ্যাপ খেলে বেড়ায়। তাদের জন্য ক্যাম্পের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। দু‘বার কারণ দর্শানো নোটিশ দিলেও তারা শোধরায়নি। শৃঙ্খলার স্বার্থেই তাই এই সিদ্ধান্ত।’

২০০ টাকায় বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক
আগামী ৩ মে থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-২০ সিরিজ। এরই মাঝে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলার আগের দিন অর্থাৎ আগামীকাল (২ মে) থেকে পাওয়া যাবে টিকিট। প্রাপ্যতা সাপেক্ষে ম্যাচের দিনও মিলবে টিকিট। বরাবরের মতো সর্বনিম্ন ২০০ টাকায় ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। সর্বোচ্চ এক হাজার ৫০০ টাকা দিয়ে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটিতে খেলা দেখতে পারবেন দর্শকরা। এ ছাড়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের মূল্য ১০০০ টাকা আর ক্লাব হাউজের টিকিট ৫০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩০০ টাকা। বরাবরের মতো ২০০ টাকা ধরা হয়েছে ওয়েস্টার্ন স্ট্যান্ড টিকিটের মূল্য।


দক্ষিণ আফ্রিকায় দুই নতুন মুখ
ক্রীড়া প্রতিবেদক
আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দুই নতুন মুখ ওপেনিং ব্যাটার রায়ান রিকেলটন এবং পেসার ওটনিল বার্টম্যান। এ ছাড়া ১৩ মাস পর দক্ষিণ আফ্রিকার টি-২০ দলে ফিরেছেন পেসার এনরিচ নর্টি। স্কোয়াড : এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, জেরাল্ড কোয়েৎজি, ডি কক, বিয়র্ন ফরচুইন, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, ক্লাসেন, মহারাজ, মিলার, এনরিচ নর্টি, রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস।


আরো সংবাদ



premium cement