১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বড় জয়েই শুরু নাসরিন স্পোর্টসের

৪টি করে গোল করা সাবিনা, ছোট শামছুন্নাহার ও ডানে মারিয়া : বাফুফে -

নাসরিন স্পোর্টস ১৯-০ কাচারীপাড়া

পুরো দলেই তারকায় ঠাসা। ফলে কোচ শাহাদাত হোসেন ও সহকারী কোচ মনির হোসেনকে অদল বদল করিয়ে ফুটবলারদের মাঠে নামাতে হয়। আর প্রতিপক্ষ জামালপুর কাচারীপাড়া একাদশ উঠতি খেলোয়াড় নিয়ে দল গড়ায় বেগও পেতে হয়নি নাসরিন স্পোর্টস অ্যাকাডেমিকে। তাই ১৯-০ গোলের জয় অবশ্যই স্বাভাবিক এবারের ইউসিবি মহিলা ফুটবল লিগের সবচেয়ে শক্তিশালী দলটির। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে তাদের এই জয়ে চারটি করে গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন, ফরোয়ার্ড ছোট শামসুন্নাহার ও মিডফিল্ডার মারিয়া মান্ডা। জোড়া গোল মাছুরা পারভীন, সানজিদা আক্তার ও সুমাইয়া মাতসুসিমার।
৩ মিনিটে মাছুরার গোলে শুরু। এরপর একে একে গোল উৎসব চলতেই থাকে। সাবিনা ৬.১৭, ৪০ ও ৭৩ মিনিটে চার গোল করেন। তার শেষ গোলটি পেনাল্টি থেকে। শামসুন্নাহারের চার গোল ৮, ৪৯, ৫২ ও ৯২ মিনিটে। ৫৯, ৬০ ৭৬ ও ৭৮ মিনিটে চার গোল মারিয়ার। মাছুরার দ্বিতীয় গোল ১০ মিনিটে। সানজিদা ৩০ ও ৪২ মিনিটে সুমাইয়া ৬৩ ও ৮৬ মিনিটে বল জালে পাঠান। অপর গোল মারজিয়ার। বদলি নামা এই স্ট্রাইকার ৬৫ মিনিটে জালের দেখা পান। এই ম্যাচে কাচারীপাড়ার বদলি গোলরক্ষক সেজুতি ইসলাম স্মৃতি কয়েকটি সেভ করে উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন।
আজ কোনো খেলা নেই। আগামীকাল বিকেল ৫টায় উত্তরা এফসি ও ঢাকা রেঞ্জার্স এবং সন্ধ্যা সাড়ে ৭টায় আতাউর রহমান মানিক কলেজ স্পোর্টিং ও ফরাশগঞ্জের ম্যাচ।


আরো সংবাদ



premium cement
সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট

সকল