১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সালাহউদ্দিনের সমালোচনা স্বাভাবিক : কাবরেরা

-

খেলোয়াড় বদল নিয়ে কোচ হাভিয়ার কাবরেরার ওপর ক্ষুব্ধ বাফুফে সভাপতি। সাথে এই স্প্যানিশের কিছু আচরণও মেনে নিতে পারেননি কাজী সালাহউদ্দিন। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে দু’টি ম্যাচের পর বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার সমালোচনা করেছিলেন বাফুফে প্রধান। এরপর ছুটি কাটাতে স্প্যানিশ কোচ ফিরে যান নিজ দেশে। ছুটি শেষে ঢাকায় ফিরে গতকাল মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন। তখন তিনি বাফুফে সভাপতির সমালোচনা মেনে নেন। সে সাথে এটাকে স্বাভাবিক হিসেবেই মূল্যায়ন করেন।
তাপপ্রবাহে বেহালদশা অন্যদের মতো কাবেরারও। ভীষণ গরমে নাকাল তিনিও। কাল বাফুফে ভবনের সামনে দাঁড়িয়ে জানান, ‘বাংলাদেশে আসার পর এত গরম পাইনি। আমার মনে হয় যত দিন এ দেশে আছি, এবারই সবচেয়ে বেশি গরম দেখছি। খুবই কঠিন অবস্থা। এমন গরমে আগে কখনো থাকিনি।’
অবশ্য এই গরমে মধ্যেও কাজে সিরিয়াস বাংলাদেশ দলের এই কোচ। তাই গরম মাথায় নিয়েও কাবরেরা বিভিন্ন ভেনুতে গিয়ে প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচ দেখেছেন। এ ছাড়া ক্লাবেও যাচ্ছেন। জুনেই বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপের শেষ দু’টি ম্যাচে খেলবে বাংলাদেশ। ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় আর ১১ জুন লেবাননের বিপক্ষে নিরপেক্ষ ভেনু কাতারের দোহায় হবে ম্যাচ।
কাবরেরাকে নিয়ে বাফুফে সভাপতি সমালোচনা করেন সর্বশেষ দু’টি ম্যাচের পর। যেখানে ফিলিস্তিনের বিপক্ষে কুয়েতে প্রথম ম্যাচটিতে ৫-০ গোলে ও ঢাকায় দারুণ লড়েও শেষ মুহূর্তের গোলে ১-০তে হারতে হয়েছে। এ দু’টি ম্যাচের পর কাজী সালাউদ্দিন কিংস এরিনায় বলেছিলেন, কাবরেরার কৌশলে খুশি নন তিনি। কাবরেরার চাকরি নিয়েও প্রশ্ন তুলেছেন।
কাল বাফুফে ভবনে সেসব নিয়েই কথা বলেছেন কোচ। পুরো বিষয়টিকে দেখছেন স্বাভাবিকভাবেই, ‘তিনি বাফুফের সভাপতি। তিনি সমালোচনা করার অধিকার রাখেন। আমাদের মধ্যে এর পরেও কথা হয়েছে। আমরা আলোচনা করেছি দল নিয়ে, আমি তার সমালোচনা নিয়ে ভাবছি না। এর ইতিবাচক দিকটিই দেখছি। আমরা অবশ্যই ভুল থেকে শিখব।’
জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটির আগে বেশি দিন অনুশীলনের সুযোগ পাবে না জামালরা। কারণ প্রিমিয়ার লিগ। সেটি শেষই হবে ২৯ মে। কাবরেরা তাই বলেছেন, ‘এবার আমাদের অনুশীলন ক্যাম্প হবে সংক্ষিপ্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে চার থেকে পাঁচটি অনুশীলন সেশন করব আমরা। তবে বিশেষ কিছু করার সুযোগ নেই। ২৯ মে লিগ শেষ হওয়ার পর বিশ্রাম নিয়ে খেলোয়াড়েরা ১ জুন রিপোর্ট করবে, ২ জুন থেকে ক্যাম্প শুরু করে দিতে চাচ্ছি।’
অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে নতুনদের সুযোগ দেয়ার ইঙ্গিত দিয়ে কাবরেরা বলেছেন, ‘নতুন মুখ দেখা যেতেই পারে। প্রিমিয়ার লিগে আরো পাঁচটি করে ম্যাচ আছে সব দলের। দেখা যাক নতুনেরা বিশেষ কোনো পারফরম্যান্স করে কি না।’
মার্চে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দু’টি নিয়ে কাবরেরার মূল্যায়ন, ‘আমরা প্রথম ম্যাচে (কুয়েতের মাঠে) আগ্রাসী ফুটবল খেলা শুরু করেছিলাম। খুব দ্রুতই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। বেশি আক্রমণাত্মক হওয়ার কারণেই ভুল করেছি। ফিলিস্তিন অনেক ভালো দল, শক্তিশালী দল। দ্বিতীয় ম্যাচে আমরা ভালো খেলেছি, শেষ মুহূর্তের গোলে হেরেছি। আমার দৃষ্টিতে দল হারলেও উন্নতি করছে, আমি ইতিবাচক।’


আরো সংবাদ



premium cement