১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চতুর্থ শিরোপার পথে ম্যান সিটি

-

ব্রাইটনের বিপক্ষে টানা চতুর্থ শিরোপায় চোখ রাখা ম্যানচেস্টার সিটি প্রথমার্ধেই এগিয়ে যায় ৩-০ গোলে। কেভিন ডি ব্রুইনার গোলের পর টানা দুই গোল করেন ফিল ফোডেন। শেষ গোলটি জুলিয়ান আলভারেজের। সব মিলিয়ে ব্রাইটনকে তাদেরই মাঠে ৪-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেপ গার্দিওলার দল। এই জয়ে ৩৩ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট দলটির। এক ম্যাচ বেশি খেলে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

অ্যামেক্স স্টেডিয়ামে গত পরশু রাজকীয় ফুটবল খেলেই বড় জয় তুলে নিলো টানা তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ম্যাচের ১৭ মিনিটে হেডে গোল করে দলকে এগিয়ে নেন ডি ব্রুইনা। কাইল ওয়াকারের ক্রসে বক্সে ডাইভিং হেডে বল জালে পাঠান তিনি। সিটির হয়ে হেডে এটিই প্রথম গোল বেলজিয়ান এই মিডফিল্ডারের। ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। ইংলিশ এই মিডফিল্ডারের ফ্রি-কিকে বল ব্রাইটনের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। ম্যাচের ৩৪ মিনিটে ৩-০তে এগিয়ে যায় সিটি। বক্সে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফোডেন।

আক্রমণে আধিপত্য ধরে রাখে দ্বিতীয়ার্ধেও ম্যানচেস্টার সিটি। সেই ধারাবাহিকতায় ম্যাচের ৬২ মিনিটে স্কোরলাইন ৪-০-তে উন্নীত করে সিটিজেনরা। ওয়াকারের প্রচেষ্টা গোলরক্ষক এগিয়ে এসে রুখে দেয়ার পর ফিরতি বল ফাঁকা জালে পাঠান আলভারেজ। গত ৩১ জানুয়ারি বার্নলির বিপক্ষে ম্যাচে জোড়া গোলের পর এই প্রথম প্রিমিয়ার লিগে জালের দেখা পেলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। বাকি সময়ে বেশ কিছু সুযোগ পেলেও আর গোলের দেখা পায়নি সিটি। এই পরাজয়ে ৩৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ব্রাইটন।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল