১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন সাকিব

নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে সাকিব আল হাসান : সংগৃহীত -

এবারের টি-২০ বিশ্বকাপে তুলনামূলক কঠিন গ্রুপে খেলবে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপে বাংলাদেশকে খেলতে হবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের উইকেটের সাথে বাংলাদেশের উইকেটে মিল থাকার কারণে বেশ আশাবাদী সাকিব।
বিশ্বকাপে বাংলাদেশের ভালো ফলাফলের সম্ভাবনা দেখছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের মতে, ভালো মোমেন্টাম পেয়ে গেলে অনেকদূর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে বাংলাদেশ। আপাতত ভালো মোমেন্টাম পেয়ে সেটা ধরে রাখাই লক্ষ্য তার।
বাংলাদেশ বিশ্বকাপ জিতবে- সে কথা এখনই বলছেন না সাকিব। তবে দল যদি বিশ্বাস নিয়ে খেলতে পারে তাহলে অবশ্যই ভালো করবে বলে মনে করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এ জন্য সমর্থকদের ভালোবাসাও প্রত্যাশা করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে সাকিব বলেন, ‘বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কি না, এটা বলাটা একটু মুশকিল। তবে টি-২০তে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার, ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি, আমরা ভালো করব। বলছি না, ট্রফি জিততে পারব কি পারব না। তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে। খুব বেশি কিন্তু ম্যাচ জিততে হয় না ভালো কিছু করতে। আমি আশা করছি আমরা সেটা করতে পারব। আপনাদের সমর্থন থাকলে কেন নয়। আমি বিশ্বাস করি আমরা করতে পারব।’
তিনি বলেন, ‘যদিও আমরা কঠিন গ্রুপে। কিন্তু টি-২০তে আসলে দলগুলোর পার্থক্য খুব কম হয়। যেকোনো দিন যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। অবশ্যই কঠিন প্রতিযোগিতা হবে। তবে আমার মনে হয় কন্ডিশন যেমন হবে- সেটি আমাদের সহায়তা করবে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের সাথে বেশ মানানসই। বাংলাদেশের মতো একই ধরনের পিচ আমরা পেতে পারি। বিশেষ করে ডালাসে।’
তিনি যোগ করেন, ‘জানি না নিউ ইয়র্কের পিচ কেমন হবে। আশা করছি প্রচুর সমর্থন পাবো। ভালো করি, খারাপ করি আপনাদের অনেক সমর্থন পাবো, এটাই আমার আশা। সমালোচনাও করতে পারেন, সমস্যা নেই। আশা করি আপনাদের ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতে পারব।’
গতবারের টি-২০ বিশ্বকাপে নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। সেখান থেকে আরেকটু ভালো করলেই এবার আরো ভালো ফলাফল করা সম্ভব বলে মনে করছেন সাকিব।
‘আমাদের প্রস্তুতিটা আশা করি বেশ ভালো হবে। এর আগে যখন আমরা এখানে খেলেছি প্রচুর সমর্থন পেয়েছি। আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই সময় সিরিজ জিতেছিলাম। এবারো ওই রকম ভালো কিছু করতে পারব। গত বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স অনেক ভালো ছিল। ওখান থেকে যদি আরেকটু উন্নতি করতে পারি তাহলে এবার আরো ভালো করার সম্ভাবনা আছে।’


আরো সংবাদ



premium cement
ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার বরগুনায় জেলা আ‘লীগ নেতা মন্টু গ্রেফতার

সকল