১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সচিবের অপরাসন দাবিতে এনএসসিতে মানববন্ধন

-

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) এক কর্মচারীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গতকাল দুপুরে পিএবিএক্স সহকারী (এখন অর্থ বিভাগে নিযুক্ত) সালেহা সুলতানা নাজমা (৫০) তীব্র গরমে আক্রান্ত হয়ে অসুস্থ বোধ করলে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন। নাজমার মৃত্যুতে কেন্দ্র করে এনএসসি কর্মচারী ইউনিয়ন সচিব আমিনুল ইসলামের অপসারণ দাবি করে মানববন্ধন করে। এ ছাড়া এনএসসি ভবনের অষ্টম ও নবম তলা অফিসে তালা দিয়ে রাখে কর্মচারীরা।
এনএসসি চতুর্থ শ্রেণী কর্মচারীদের সংগঠনের প্রচার সম্পাদক সেলিম মিয়া বলেন, ‘সচিবের আচরণের জন্য আমরা আমাদের বোনকে হারালাম। অফিসের সবাই তার ভয়ে তটস্থ। শোকজের ভয়ে অসুস্থ শরীরেও নাজমা এসেছিল। সে ছুটি পায়নি।’
জাতীয় ক্রীড়া পরিষদে কর্মরত কর্মকর্তাদের মতে, সচিব চেয়ার-টেবিলে লাথি দেন ও অনেক সময় অসংলগ্ন মন্তব্য ও আচরণ করেন। তবে সচিব আমিনুল ইসলাম বলেন, ‘এক সহকর্মীর বিদায়ে আমরা ব্যথিত। বিষয়টি শোনা মাত্রই ধর্মীয় এবং সামাজিক আচারের জন্য প্রয়োজনীয় কাজের নির্দেশনা দিয়েছি, পাশাপাশি তিনি আমাদের স্টাফ হওয়ায় আর্থিক সুবিধাদির বিষয়টিও দেখার কথা বলেছি। তার ছুটি মঞ্জুরকারী আমি নই। তার ছুটির চাহিদা নিয়ে মোটেও অবগত ছিলাম না।’


আরো সংবাদ



premium cement