১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পার্থক্য তৈরি করতে এসেছেন মুশতাক

বাংলাদেশের নতুন স্পিন কোচ পাকিস্তানের মুশতাক আহমেদের সাথে সৌহার্দ্য বিনিময়ের সময় মুশফিকুর রহীম : বিসিবি -

পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি ও সাবেক বিশ্বকাপজয়ী খেলোয়াড় এর আগে অনেকবারই বাংলাদেশে এসেছেন। এবারের মুশতাক আহমেদের আসাটা বাংলাদেশ ক্রিকেটের অংশ হতে। গত সোমবার গভীর রাতে ঢাকায় পা রাখার পর গতকাল কোচিং কমিটি ও খেলোয়াড়দের সাথে পরিচয়পর্ব সেরেছেন তিনি। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশের পর নতুন কোচ মুশতাককে বরণ করে নেন মুশফিক-শান্তরা। এ সময় মুশতাকের সাথে নতুন ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখও ছিলেন। খেলোয়াড়দের সাথে পরিচয়পর্ব সারার পর মুশতাকের হাতে বাংলাদেশ দলের প্র্যাকটিস জার্সি তুলে দেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। পরে জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ব্যাটিং কোচ ডেভিড হেম্প, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসসহ অন্যদের সাথে পরিচিত হন। এরপর সবাইকে সামনে নিয়ে হেড কোচ হাথুরুকে স্পিচ দিয়েছেন। নিজের চুক্তির আনুষ্ঠানিকতাও সেরেছেন।
বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে এরপর সাক্ষাৎকার দিয়েছেন মুশতাক আহমেদ। জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেটের প্রক্রিয়ায় যুক্ত হতে পেরে সম্মানিতবোধ করছেন এবং কাজ করতে মুখিয়ে আছেন। স্মৃতিচারণ করে বলেন, ‘আমার মনে আছে ৯২-এর বিশ্বকাপের পর ৯৩-৯৪ সালে বাংলাদেশে খেলেছিলাম। এখানে স্থানীয়রা পাকিস্তান ক্রিকেটের অনেক বড় সমর্থক। সাথে পাকিস্তানের মানুষকেও পছন্দ করে। আমাদের ক্ষেত্রেও তাই। এখানের আতিথেয়তা দারুণ। খাবার পছন্দ করি। সব মিলিয়ে অসাধারণ। মনে হয় ১৯৯৮ সালে আমি সব শেষ খেলোয়াড় হিসেবে বাংলাদেশ সফরে এসেছিলাম।’
পরিকল্পনা ও প্রত্যাশ নিয়ে তার কথা, ‘এখানের কন্ডিশন সম্পূর্ণভাবে আলাদা। তাই মানিয়ে নিতে ও ক্রিকেট বুঝতে ক্রিকেটারদের সময় দিতে হবে। এটা আমার জন্যও ভিন্ন অভিজ্ঞতা। এখানে প্রত্যেকে হৃদয়বান। কোচ হিসেবে এখানে নিজের মান উঁচুতে রাখতে হবে। আমি এখানে পার্থক্য তৈরি করতে এসেছি। আশা করছি স্পিন বিভাগে আমি সেই পার্থক্য তৈরি করতে পারব। আমার অভিজ্ঞতা ছড়িয়ে দিতে তরুণ এবং সিনিয়র ক্রিকেটারদের কাজে আসতে পারি। আশা করছি ভিন্ন কিছু তৈরি করতে পারব। যারা শিখতে আগ্রহী তাদের নিয়ে কাজ করেও আনন্দ আছে। তরুণ ক্রিকেটাররা বেশ প্রতিশ্রুতিশীল। আমি বিশ্বাস করি তারা ভালো করবে এবং যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারবে।’
লেগ স্পিনার নিয়ে মুশতাক বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে লেগ স্পিনার খুবই প্রয়োজনীয়। আপনাকে মধ্য ওভারগুলোতে রান আটকে উইকেট নিতে হবে। এজন্য আপনার বৈচিত্র্যপূর্ণ স্পিনার প্রয়োজন। আশা করছি আমরা সেই কাজটা করতে পারব। আমাদের জন্য প্রার্থনা করুন। আমাকে যে সামর্থ্য ও শক্তি সৃষ্টিকর্তা দিয়েছেন তা যেন এই ছেলেদের সাথে ভাগাভাগি করে নিতে পারি।’


আরো সংবাদ



premium cement
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত শিবচরে শহীদ আব্দুল কাদের মোল্লার ১১তম শাহাদাত বার্ষিকী পালন প্রাথমিকের শিক্ষকদের পদোন্নতির বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে টিভি বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই কুয়াকাটায় সাবেক মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে যুবলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ নাতনিকে অপহরণে বাধা দেয়ায় নানিকে হত্যার অভিযোগ, আহত ২ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সকল