১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টেনশনের আরেক নাম হাথুরু

-

হুটহাট চলে যাওয়া। আসি আসি বলে না আসা। বিসিবিকে টেনশনে রাখার অপর নাম হাথুরু। কখন যে তার মাথায় কি ভূত চাপে তা বলা মুশকিল। বাংলাদেশ ক্রিকেটে গেল ওয়ানডে বিশ্বকাপ থেকেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে। ক’দিন আগেও সোশ্যাল মিডিয়ার গুঞ্জন ছড়িয়েছিল যে টাইগারদের সাথে আর কাজ করতে চান না হাথুরু। যার জন্য ব্যক্তিগত কাজে অস্ট্রেলিয়া যাওয়ার পর আর দেশে ফিরতে চান না। যদিও গুঞ্জনটি সঠিক নয়। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২১ এপ্রিল রাত ১২টার পর বাংলাদেশে পা রেখেছেন তিনি।
দেশে ফিরেই ব্যস্ততা শুরু হচ্ছে হাথুরুর। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। যদিও সেই সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেননি বিসিবির নির্বাচকরা। এ দিকে দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপের দল ঘোষণার জন্য আইসিসির দেয়া সময় শেষ হবে ১ মে।
সবমিলিয়ে বিশ্বকাপ এবং জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজের আগে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাথে বসার কথা বিসিবির তিন নির্বাচক। মিরপুরের বাইরে কোথাও এই মিটিং অনুষ্ঠিত হবে। গোপনীয়তা রক্ষা করছে বিসিবি। জানা গেছে হাথুরুর চাওয়াতেই নাকি এই সিক্রেট। তবে এটা মোটামুটি নিশ্চিত, বিশ্বকাপের দল নির্বাচনের জন্যই এমন আলোচনায় কোচ-নির্বাচকরা। এ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দল দুই-এক দিনের মধ্যে দিয়ে দেয়া হবে জানা গেছে।
প্রধান কোচ দেশে ফিরেই নিশ্চিত করবেন ঢাকা লিগে জাতীয় দলের ক্রিকেটাররা খেলবেন কি না। ইতোমধ্যে দল ঘোষণা হলে অবশ্য পরিষ্কার হয়ে যাবে কারা থাকবেন ক্যাম্পে। অন্য সূত্রে জানা যায়, জিম্বাবুয়ের বিপক্ষে যে দল ঘোষণা হবে সেটি বিশ্বকাপ স্কোয়াডের ছায়া থাকবে। কারণ দেশের মাটিতে এটি হবে জাতীয় দলের শেষ প্রস্তুতি।
মে মাসের দ্বিতীয় সপ্তাহেই দেশ ছাড়বে নাজমুল হোসেন শান্তর দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২১শে এপ্রিল থেকে খেলবে ৩ ম্যাচের টি-২০ সিরিজ। সেটি হবে টাইগারদের বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি। এ ছাড়াও আসর শুরুর আগে আইসিসির দু’টি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে টাইগাররা। বলার অপেক্ষা রাখে না টি-২০ বিশ্বকাপের আগে তাই সুপার লিগে ওয়ানডে ম্যাচ খেলার কোনও যৌক্তিকতা নেই। আর সে কারণেই হয়তো প্রধান কোচ চাইবেন না শিষ্যরা টি-২০ প্রস্তুতি রেখে খেলুক ঢাকা লিগে।
বিসিবির পরিচালক জালাল ইউনূস বলেন, ‘আমাদের প্রধান কোচ ২২-২৩ তারিখের মধ্যে অ্যাভেইলেবল। ইতোমধ্যে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এখানে আছেন। জিম্বাবুয়ে সিরিজের আগে আমাদের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের আসার কথা। অন্য যারা আছে তারাও ২৩ এপ্রিলের আগে চলে আসবে।’
চলতি বছরের জুনে শুরু হতে যাচ্ছে এবারের টি-২০ বিশ্বকাপ। হাতে বাকি দেড় মাসেরও কম সময়। জাতীয় দলের নির্বাচকবৃন্দও ব্যস্ত সময় পার করছেন বিশ্ব আসরকে সামনে রেখে। ইতোমধ্যে নির্বাচকরা নিজেদের কাজ অনেকটা গুছিয়ে এনেছেন। তবে অনেক সিদ্ধান্ত নির্ভর করছে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ওপর।
টি-২০ বিশ্বকাপের আগে টাইগারদের রয়েছে ঘরের মাঠে জিম্বাবুয়ের সাথে সিরিজ। তবে জিম্বাবুয়ে সিরিজের চেয়েও নির্বাচকরা এখন বেশি মনোযোগী টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে। বিসিবির নতুন ট্রেনার নাথান কেইলির চাওয়ায় এবার ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হয়েছে একটু অন্যভাবে। ক্রিকেটারদের দৌড়াতে হয়েছে অ্যাথলেটিকস ট্র্যাকে, দিেেয়ছেন শারীরিক নানা ধরনের ফিটনেস পরীক্ষা। ১৬০০ মিটারের রানিং টেস্টও নেয়া হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
সাবেক ছাত্রলীগ নেত্রী নদী গ্রেফতার সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা

সকল