১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জার্মানি গেলেন রোমান-মাহবুব

-

ঢাকা প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেলেন জাতীয় দলের দুই তারকা হকি খেলোয়াড় মিডফিল্ডার রোমান সরকার এবং ফরোয়ার্ড মাহবুব হোসেন। দেশের গণ্ডি পেরিয়ে প্রথমবার দেশের বাইরের লিগে খেলার আমন্ত্রণ পেলেন বাংলাদেশ নৌবাহিনীর এ দুই চৌকস খেলোয়াড়। জার্মানির এভি বুবলিনজেন হকি ক্লাবের (বুন্দেসলিগা হকি) হয়ে খেলবেন তারা। যাতায়াত থেকে থাকা-খাওয়া সম্পূর্ণ খরচ ক্লাবটি বহন করছে। এরপর সম্মানীর বিষয় তো থাকছেই। লিগে অংশ নিতে আজ ভোরে জার্মানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন তারা। আমন্ত্রণ পেয়েছেন সোহানুর রহমান সবুজও। তিনি বিমান বাহিনীর হয়ে খেলতে বর্তমানে ভারতে রয়েছে। তিন হয়তো পরে যাবেন।
২০২২ সালে প্রথমবার আয়োজিত ফ্রাঞ্চাইজি হকি লিগে আইকন খেলোয়াড় হিসেবে মেট্রো এক্সপ্রেস বরিশালকে নেতৃত্ব দিয়েছেন রোমান। ২০১৩ সালে জাতীয় দলের জার্সি গায়ে তুলেছেন এ মিডফিল্ডার। প্রথমবার জার্মানি লিগে খেলতে যাওয়া রোমান ও মাহবুব বলেন, ‘এটা অনেক বড় সম্মানের। জার্মানিতে আমাদের সিনিয়র অনেকে এর আগে খেলেছেন। তারা দেশকে সম্মানিত করেছেন। সেই ধারাবাহিকতায় এবার আমরা খেলার আমন্ত্রণ পেয়েছি। আগামীকাল (আজ) ভোরে আমরা জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়ব। সবুজ এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর হয়ে এখন ভারতে। পরে হয়তো তিনিও অংশ নেবেন।’

 


আরো সংবাদ



premium cement