০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


বাবরের রেকর্ড, চাপম্যান ঝড়ে সমতায় নিউজিল্যান্ড

-

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন বাবর আজমের। রেকর্ড হারিয়ে এই তালিকায় দুইয়ে নেমে গেলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। রাওয়ালপিন্ডিতে গত পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-২০তে ২৯ বলে ৩৭ রান করার পথে ফিঞ্চকে ছাড়িয়ে যান পাকিস্তানের এই অধিনায়ক। ৭৬ ইনিংসে ২২৩৬ রান করে এত দিন রেকর্ডটি ছিল ফিঞ্চের। পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে ৬৭ ইনিংসে বাবরের রান এখন ২২৪৬। এই তালিকায় তিনে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ৭১ ইনিংসে তার রান ২১২৫।
বাবরের রেকর্ডের দিনে পাকিস্তানের বোলিং গুঁড়িয়ে সাত উইকেটের বড় জয় পেল নিউজিল্যান্ড। শাদাব খানের বলে মার্ক চাপম্যানের ক্যাচ মিস করলেন নাসিম শাহ। ক্যাচ মিসের চড়া মূল্যই দিলো পাকিস্তান। ১৬ রানে জীবন পেয়ে শেষ পর্যন্ত ৪২ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে নিউজিল্যান্ডের নায়ক চাপম্যান। আগে ব্যাট করে চার উইকেট হারিয়ে ১৭৮ সংগ্রহ করেছিল পাকিস্তান। জবাবে ১৮.২ ওভারে তিন উইকেট হারিয়েই ১৭৯ করে গন্তব্যে পৌঁছে পাঁচ ম্যাচ সিরিজে ১-১-এ সমতায় ফিরল নিউজিল্যান্ড। ম্যাচসেরা হন চ্যাপম্যান। আগামী বৃহস্পতিবার সিরিজের চতুর্থ ম্যাচ হবে লাহোরে।

 

 


আরো সংবাদ



premium cement