১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইতিহাস গড়া হলো না কভেন্ট্রির

-

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপের দল কভেন্ট্রি সিটি। এফএ কাপের সেমিফাইনালে কি অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। কিন্তু ইতিহাস গড়া হলো না তাদের। ম্যাচের ৫৮ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল এরিক টেন হাগের দল। ৭০ মিনিট পর্যন্ত সেই লিড ধরে রাখে তারা। ততক্ষণ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু অবিশ্বাস্যভাবে তিন গোল শোধ করে কভেন্ট্রি ম্যাচ নিয়ে গেল অতিরিক্ত সময়ে। সেখানেও শেষ মুহূর্তে ম্যানইউর জালে বল পাঠিয়েছিল তারা। কিন্তু ভিএআরের সাহায্যে গোল বাতিল হলে ফাইনালে উঠে রূপকথা লেখা হলো না ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দলটির এরপর টাইব্রেকারের লটারিতে হেরে গেল তারা। এফএ কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গী হলো ম্যানচেস্টার ইউনাইটেড।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে গত পরশু দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে ইউনাইটেড। ম্যাচের ২৩ মিনিটে স্কট ম্যাক টমিনেয়ের গোলে এগিয়ে যায় ম্যানইউ। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি মাগুয়েরো। ৫৮ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ৩-০তে লিড নেয় ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।
১৯৮৭ সালে এফএ কাপ জয় করেছিল কভেন্ট্রি। এরপর এবারই প্রতিযোগিতাটির সেমিফাইনালে খেলা দ্বিতীয় স্তরের দলটি ঘুরে দাঁড়ানোর শুরু ম্যাচের ৭১ মিনিটে।


আরো সংবাদ



premium cement