দুইয়ে লিভারপুল, অজেয় লেভারকুজেন
- ক্রীড়া ডেস্ক
- ২৩ এপ্রিল ২০২৪, ০০:৪৫
ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলো লিভারপুল। বাজে দু’টি সপ্তাহ কাটিয়ে অবশেষে স্বস্তিতে ফিরল অ্যানফিল্ডের দলটি। ফুলহ্যামকে গত পরশু ৩-১ গোলে হারিয়েছে জার্গেইন ক্লপের দল। ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড দলকে এগিয়ে নেয়ার পর টিমোতি কনটেনজের গোলে সমতায় ফেরে ফুলহ্যাম। এরপর রায়ান গ্রাভানবেচের গোলে ফের লিড নেয়ার পর দিয়েগো জোথার গোলে জয় নিশ্চিত হয় অল রেডদের। এই জয়ে ৩৩ ম্যাচ শেষে আর্সেনালের সমান ৭৪ পয়েন্ট হলেও গোল পার্থক্যে দ্বিতীয় লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি। হারিয়ে লিগ টেবিলে পয়েন্টের হিসেবে আর্সেনালের পাশে বসল ইয়ুর্গেন ক্লপের দল।
এদিন বুন্দেসলিগায় শিরোপা আগেই নিশ্চিত হয়েছে বায়ার লেভারকুজেনের। টানা অপরাজিত থাকার রেকর্ডও আগেই গড়া হয়েছে জাভি আলনসোর দলের। তবে সাফল্য ক্ষুধা অবশ্য তাতে একটুও কমেনি। সবশেষ ম্যাচেও যেমন দেখা গেল তাদের হার না মানা মানসিকতা। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হারের মুখ থেকে একেবারে শেষ সময়ে গোল করে টানা অপরাজিত থাকার রেকর্ডকে আরো সমৃদ্ধ করে নিলো লেভারকুজেন। নিজেদের মাঠে ম্যাচের ৮১ মিনিটে নিকোলাস ফুলক্রগের গোলে এগিয়ে গিয়েছিল ডর্টমুন্ড। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের সপ্তম মিনিটে জোসিপ স্টেনিসিকের গোলে ১-১ সমতায় অপরাজিত থাকার রেকর্ডকে ৪৫-এ নিয়ে গেল লেভারকুজেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা