১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রথম আইএম নর্ম নীড়ের

-

ক’দিন আগেই নিজের প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম করেছেন ফাহাদ রহমান। এবার প্রথম আন্তর্জাতিক মাস্টার নর্ম করেছেন ১৪ বছর বয়সী ফিদে মাস্টার মনন রেজা (নীড়)।
থাইল্যান্ডে ২১তম ব্যাংকক চেস ক্লাব ওপেন টুর্নামেন্টে এক রাউন্ড বাকি থাকতেই নর্ম পূরণ হয়েছে তার। গতকাল অষ্টম রাউন্ডে ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার ড্যানিয়েল কুইজনকে হারিয়ে ৮ ম্যাচে মননের পয়েন্ট হয়েছে সাড়ে ৬। টুর্নামেন্টে একটি করে ড্র ও হার। বাকি ৬ ম্যাচে জয় উঠতি এই দাবাড়ুর। আজ শেষ রাউন্ডে প্রতিদ্বন্দ্বী যদি উচ্চ রেটিংয়ের কেউ হন এবং তাকে যদি হারাতে পারে মনন রেজা, তাহলে গ্র্যান্ডমাস্টার নর্মও হতে পারে।
তবে শেষ রাউন্ডে হারলেও আইএম নর্ম নিশ্চিত বলে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল।


আরো সংবাদ



premium cement