আবাহনী ও পুলিশের জয়লাভ
ঢাকা আবাহনী ২-১ শেখ জামাল পুলিশ ১-০ শেখ রাসেল- ক্রীড়া প্রতিবেদক
- ২০ এপ্রিল ২০২৪, ০২:৫৭
শিরোপার আশা একেবারেই শেষ হয়ে যায়নি ঢাকা আবাহনীর। শীর্ষে থাকা বসুন্ধরা কিংস যদি টানা দুই ম্যাচে হারে আর আকাশি-নীল শিবির যদি জয়ের ধারায় থাকে তাহলেই বিপিএল চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধারের মিশনে থাকা হবে। সেই লক্ষ্যে গতকাল গুরুত্বপূর্ণ জয় তাদের। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মানি স্টেডিয়ামে দিয়েগো ক্রুসিয়ানির দল পিছিয়ে পড়েও ২-১ গোলে হারিয়েছে লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। ফলে এবারের এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে ষষ্ঠ জয়ে ২২ পয়েন্টে তৃতীয় স্থানে আছে আবাহনী। সমান ম্যাচে শেখ জামাল ১৫ পয়েন্টে পঞ্চম স্থানে নেমে গেছে। কাল অপর ম্যাচে বাংলাদেশ পুলিশ ১-০ গোলে জয় পায় শেখ রাসেলের বিপক্ষে। ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে পুলিশ। শেখ রাসেল আগের ১১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানেই আছে। ইনজুরি মুক্ত মিডফিল্ডার মোহাম্মদ আব্দুল্লাহ ৮ মিনিটে শেখ জামালকে এগিয়ে নিয়ে স্বপ্ন দেখাচ্ছিলেন। তবে আবাহনী লিমিটেড ঘুরে দাঁড়াতে সময় নেয়নি। ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের নৈপুন্যে আকাশি-নীল জার্সিধারীরা ২- ১ গোলে শেখ জামালকে হারিয়ে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে মাঠ ছেড়েছে। লিগের প্রথম পর্বে ১-০ গোলে জিতেছিল আন্দ্রেস ক্রুসিয়ানির দল। পিছিয়ে পড়া আবাহনী ২৮ মিনিটে পায় কাঙ্ক্ষিত সমতাসূচক গোল। বক্সে ঢুকে লক্ষ্যে শট নেন কর্নেলিয়াস স্টুয়ার্ট, গোলকিপার মাহফুজ হাসান প্রীতম ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি; ফিরতি বলে সামনে থেকে জোনাথন ফার্নান্দেজ দারুণ প্লেসিং শটে বল জালে পাঠান। একটু পর আরেক ব্রাজিলিয়ান ওয়াশিংটন বান্দ্রাও বক্সে ঢুকে সরাসরি গোলকিপারের শরীরে মেরে সুযোগ নষ্ট করেন।
প্রথমার্ধের ইনজুরি টাইমে আবাহনী ব্যবধান বাড়ায়। ব্রাজিলিয়ান জোনাথনের দারুণ এক ডিফেন্স চেড়া পাসে ওয়াশিংটন বক্সে বল পান। এরপর আগুয়ান গোলকিপারকে পেয়ে শট না নিয়ে পাসেই কর্নেলিয়াসকে দেন, গ্রানাডার এই স্ট্রাইকার প্রীতমের পাশ দিয়ে নিখুঁত নিশানাভেদ করেন। বিরতির পরও আবাহনীর দাপট চলতে থাকে। তবে গোল আসেনি। ৭৭ মিনিটে জোনাথন ভালো সুযোগ নষ্ট করেন। গোলকিপারের মাথার ওপর দিয়ে তার শট জালেই যাচ্ছিল। কিন্তু জাতীয় দলের সর্বশেষ ক্যাম্পে ডাক পাওয়া ডিফেন্ডার তাজউদ্দিন শেষ মুহূর্তে গোললাইন সেভ করে দলকে তৃতীয় গোল খাওয়া থেকে রক্ষা করেন। এর আগে ২৬ মিনিটে আব্দুল্লাহর পাসে ইগর লেতের জোরাল শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে এগিয়ে যাওয়া হয়নি জুলিফিকার মাহমুদ মিন্টুর। দলের। ম্যাচ সেরার পুরস্কার গেছে কার্নেলিয়াস স্টুয়ার্টের দখলে।
কাল অন্য ম্যাচে ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ এসসি ১০ জন নিয়েও ১-০তে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে। ২৬ মিনিটে জাতীয় দলের সাবেক ক্রিকেটার হালিম শাহের ছেলে সৈয়দ শাহ কাজেম কিরমানির গোলে এই জয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা