বাবার হাতে ছেলের অভিষেক
- ক্রীড়া প্রতিবেদক
- ১৯ এপ্রিল ২০২৪, ০০:০৫
নারায়ণগঞ্জে তখন ঝলমলে আকাশ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং গাজী টায়ার্সের ম্যাচ তখনো শুরু হয়নি। বাউন্ডারি সীমানার একটু বাইরে, ড্রেসিং রুমের সামনে গাজী টায়ার্সের জার্সিতে গায়ে দাঁড়িয়ে আছেন লিকলিকে গড়নের এক তরুণ! যেহেতু ম্যাচের জার্সি পরেছেন, ম্যাচ যে খেলবেন সেটা প্রায় নিশ্চিত। তরুণ এ ক্রিকেটারের পাশে তখন দাঁড়িয়ে আছেন গাজী টায়ার্সের টিম ম্যানেজমেন্টের দুই সদস্য। টকটকে লাল রঙের ক্যাপ হাতে দাঁড়িয়ে দেশ সেরা কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও। ম্যাচ শুরুর আগে দাঁড়িয়ে থাকা সেই তরুণ ক্রিকেটারের মাথায় লাল রঙের ক্যাপটি পরিয়ে দিলেন। তিনি আর কেউ নন সালাহউদ্দিন পুত্র নুহায়েল সানদিদ। অর্থাৎ বাবার হাতেই পুত্রের অভিষেক। বাবার পরিয়ে দেয়া ক্যাপে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অভিষেক হলো সানদিদের। যাত্রা শুরু হলো একজন চায়নাম্যান স্পিনারেরও। বাবা সালাহউদ্দিন দেশের অন্যতম সেরা কোচ, তাই ভালো করে জানেন প্রয়োজনটা কোথায়। সানদিদের শুরুটা হলো ‘বাবার ক্লাব’ প্রাইম ব্যাংকের বিপক্ষে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমবার বোলিংয়ে আসেন ইনিংসের ১৪তম ওভারে। নিজের প্রথম ওভারে দিয়েছেন ৯ রান। সব মিলিয়ে ৬ ওভাওে ৪১ রানে ২ উইকেট। পেয়েছেন মোহাম্মদ মিঠুন এবং শেখ মেহেদীর উইকেট।
সুপার লিগে প্রাইম
শুরুতে প্রথম ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সুপার লিগ নিশ্চিত করতে গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে জয় দরকার ছিল তামিম ইকবালদের। এমন ম্যাচেই ব্যাট হাতে ৭১ রানের দারুণ ইনিংস খেলেন মুশফিকুর রহিম। তার ব্যাটে ২৬৯ রানের সংগ্রহ পায় প্রাইম। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরে গাজী টায়ার্স। শেখ মেহেদি ও হাসান মাহমুদ দলটির ৭ উইকেট তুলে নিলে ১২৮ রানে গুটিয়ে যায় তার। ফলে ১৪১ রানের বড় জয় পায় প্রাইম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা