১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অলিম্পিকের কোটা পেতে লড়ছেন শুটাররা

-

প্যারিস অলিম্পিকের কোটা পেতে ব্রাজিলে লড়ছেন লাল সবুজের শুটাররা। গতকাল ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দ্বৈতে বাংলাদেশের দুই জুটি ২০ ও ৩৪তম স্থানে থেকে তাদের খেলা শেষ করেছেন। শায়রা আরেফিন ও রবিউল ইসলাম জুটি ৬২৬.১ স্কোর করে ২০তম হন। শায়রা ৩১৫ ও রবিউল ৩১১.১ স্কোর করেন। অন্য দিকে জাফিরাহ ও জিদান জুটির স্কোর ৬২৩.৮। এর মধ্যে জাফিরাহ ৩১১.৬ এবং জিদানের স্কোর ৩১২.২।

 


আরো সংবাদ



premium cement