১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মহিলা লিগে স্ট্রাইকারদের লড়াই হবে জমজমাট

-

২৫ এপ্রিল থেকে মাঠে গড়ানোর কথা এবিজি মহিলা ফুটবল লীগের। এবার ৯ দল অংশ নিচ্ছে। শেষ মুহূর্তে সাবিনা, রুপনা, মাসুরা, মনিকা, মারিয়াদের নিয়ে চ্যাম্পিয়ন ফাইটিং দল করেছে নার্সিং স্পোর্টস একাডেমী। অন্যদিকে তাদের চ্যালেঞ্জ দেওয়ার জন্য আছে আতাউর রহমান ভূঁইয়া মানিক কলেজ স্পোর্টিং ক্লাব। আতাউর রহমান ভূয়া মানিক কলেজ স্পোর্টিং ক্লাব মহিলা লীগের গত দু’বারের রানার্সআপ। অন্য দিকে নাসরিন স্পোর্টস একাডেমি এর আগেরবারের রানার্সআপ। অর্থাৎ এই দুই দলের মধ্যে হবে শিরোপা লড়াই। সেই সাথে সিরাজ স্মৃতি সংসদ ভালো দল গড়েছে। তারাও চ্যালেঞ্জ জানাবে। আর্মি স্পোর্টস ক্লাব ও শক্তিশালী। সুতরাং তাদের মধ্যে থেকেও আসবে চ্যালেঞ্জ। এই পাঁচ দলের শিরোপার লড়াইয়ের পাশাপাশি এবার স্ট্রাইকারদের মধ্যেও সর্বোচ্চ গোলদাতার লড়াইটা হবে বেশ আকর্ষণীয় ও উপভোগ্য। প্রতিষ্ঠিত ও উঠতি স্ট্রাইকাররা এবার লিগ মতাবেন। নার্সারি স্পোর্টস একাডেমিতে স্ট্রাইকার হিসেবে আছেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার সুমাইয়া মতসুসীমা ও মারজিয়ারা। আতাউর রহমান মানিক কলেজ স্পোর্টিং ক্লাবের আকলিমা খাতুন গত লিগের সর্বোচ্চ গোলদাতা। তিনি করেছিলেন ২৫ গোল। আকলিমাকে এবার নিজ দলের। ভেতর থেকে চ্যালেঞ্জ জানাবেন সাগরিকা, তহুরা খাতুন ও সৌরভী আকন্দ প্রীতি। সাগরিকা এবার অনূর্ধ্ব ১৯ সাফ মাতিয়েছেন আর সৌরভী এখন প্রীতি অনূর্ধ্ব ১৬ সাফে বাংলাদেশ যে চ্যাম্পিয়ন হয়েছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বসুন্ধরা কিংসের হয়ে গত দিকে ৯টি গোল করেছিলেন সুমাইয়া। বাংলাদেশী বাবা এবং জাপানি মায়ের গর্ভে জন্ম নেয়া এই সুমাইয়া এবার গোলের সংখ্যা আরো বাড়াতে চান। সাগরিকার ঘোষণা আমি আরো বেশি গোল করতে চাই। তহুরা খাতুন আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে ৫০ গোল করা ফুটবলার। এই তহুরা এবার নাসরিন স্পোর্টস একাডেমিতে যেতে পারেননি নিজের ভুলের কারণে। এখন তিনি আতাউর রহমান কলেজের আক্রমণ ভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সাথে আছেন শাহেদ আক্তার রিপা তিনিও আতাউর রহমান ভূঁইয়া মানিক কলেজের গুরুত্বপূর্ণ সদস্য। সিরাজ স্মৃতির থুইনুয়ে মারমা, ক্রানুচিং মারমা এবং আলপি আক্তারদের সাফ ফুটবলে গোল আছে সুতরাং তারাও এবার লিগে গোল পাবেন এটাই স্বাভাবিক। দলে আছেন উমেলা মারমা ও. আর্মি স্পোর্টস ক্লাবে আসেন তনিমা বিশ্বাস যার আগের লিগে হ্যাটট্রিক করার রেকর্ড আছে। এই দলের ফরোয়ার্ড সুলতানা জাতীয় দলে ছিলেন। ফরাশগঞ্জে আছেন বিকেএসপির স্ট্রাইকার নবীরন যিনি অনূর্ধ্ব ১৯ সাফ দলে খেলেছিলেন।
সাবিনা, কৃষ্ণা, তহুরাদের পাশাপাশি এই সাগরিকা প্রীতি নবীরন, আলপি এরা যদি গোল পান তাহলে তা তার ক্লাবের জন্য যেমন ভালো তেমনি বাংলাদেশ দলের জন্য ইতিবাচক।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল