১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গুয়াংজু গেলেন ৬ শাটলার

-

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে খেলতে গত রোববার রাতে চীনে গেছেন ছয় শাটলার। গুয়াংজুর নিনবোতে আজ থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। লাল সবুজের হয়ে লড়বেন পুরুষ দ্বৈতে নাজমুল ও নিশান, মিশ্র দ্বৈতে জুমার ও উর্মি, নারী দ্বৈতে নাসিমা ও উর্মি। দলীয় ইভেন্টে বাংলাদেশ সরাসরি মূল পর্বে খেলবে। পুরুষ ও নারী এককে আবদুস সোয়াদ ও নাসিমা খাতুনকে বাছাই খেলতে হবে। মূল পর্বে খেলবে সরাসরি ২৮ জন। ২৯-৪০ অবস্থানে শাটলাররা বাছাইয়ে অংশ নেবেন। এদের মধ্যে চার জন চূড়ান্ত পর্বে খেলবেন। দলের সাথে কোচ ও ম্যানেজার হিসাবে আছেন সাবেক তারকা শাটলার অহিদুজ্জামান রাজু। মূলত শ্রীলঙ্কায় টুর্নামেন্টে খেলার পর বাংলাদেশের শাটলারদের র‌্যাংকিং কিছুটা বেড়েছে। তাই প্রতিটি ইভেন্টে অংশ নিতে পারছে। তবে র‌্যাংকিং আরেকটু ভালো হলে একটি ইভেন্টে একাধিক শাটলার অংশ নিতে পারতেন।
ম্যানেজার ও কোচ অহিদুজ্জামান রাজু বলেন, ‘সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কায় টুর্নামেন্ট খেলায় খেলোয়াড় ও আমাদের দেশের র‌্যাংকিং বেড়েছে। তাই প্রতিটি ইভেন্টে আমরা অংশ নিতে পারছি। র‌্যাংকিংটা আরেকটু ভালো হলে একটি ইভেন্টে একাধিক অংশগ্রহণ সম্ভব হতো। অল্প কয়েকদিনের ট্রেনিংয়ে যাচ্ছি। সচরাচর যা হয়। নির্দিস্ট করে কিংবা জোর দিয়ে বলার সময় এখনো হয়নি। দীর্ঘমেয়াদে অনুশীলন করাতে পারলে কিংবা দীর্ঘমেয়াদি ক্যাম্প হলে অধিকার খাটিয়ে বলা যায় আমরা কি করব। তবে আমাদের শাটলাররা মেধাবী। আশা করছি বড় আসরে তারা নিজেদের মেলে ধরবে। কারণ তারা দেশের সুনামের জন্য খেলবে।’


আরো সংবাদ



premium cement