১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার জবাব দিলেন বাবর

-

পাকিস্তানের সাদা বলের অধিনায়কত্বে আবার ফিরেছেন বাবর আজম। নান্দনিক ব্যাটিংয়ের জন্য সবসময় প্রশংসিত হন বাবর। প্রশংসা পেলেও মাঝে মধ্যে সমালোচনাও শুনতে হয় তাকে। টি-২০তে বাবরের যে স্ট্রাইট রেট, তা এই ফরম্যাটের সাথে মানায় না। এমন সমালোচনা প্রায়ই শুনতে হয় তাকে। এবার এই সমালোচনার জবাব দিলেন বাবর। কতটা দ্রুত রান তোলার চেষ্টা করবেন, তা ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে বলেন মনে করেন তিনি। বাবরের মতে ম্যাচ পরিস্থিতিই যেহেতু খেলার ধরন ঠিক করে দেয়, স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলার মানে হয় না।
স্বীকৃত টি-২০তে এখন পর্যন্ত ২৯০ ম্যাচ খেলেছেন বাবর। ১২৯.৩২ স্ট্রাইক রেটে রান তোলা বাবর বলেন, ‘আমি শুধু দলের জয়ের কথা ভাবি। স্ট্রাইক রেট ব্যাপারটা আসলে ভিন্ন। কিভাবে ইনিংস গড়ে তুললাম, সেটাই ভাবি। ইনিংস গড়া আর ম্যাচ জেতানো আলাদা বিষয়। ম্যাচ জিতলেই দু’টোই হয়ে যায়। আমি ক্রিকেট খেলতে জানি। আমি জানি, বাড়তি কী যোগ করতে হবে, বাড়তি কী যোগ করতে হবে। এখানে পরিস্থিতিটাই আসল। সেটা অনুকূলে থাকলে তো আমি মুক্তভাবেই খেলব।’
তিনি যোগ করেন, ‘আমি বুঝি না, আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের এত মাথাব্যথা কেন। ’


আরো সংবাদ



premium cement