শাইনপুকুরের হ্যাটট্রিক জয়
- ক্রীড়া প্রতিবেদক
- ০৮ এপ্রিল ২০২৪, ০০:০৫
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুরু থেকে শেষ পর্যন্ত গতির ঝড় তুললেন নাহিদ রানা। তার গতি আর রিশাদের লেগ স্পিনে কুপোকাত গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটসম্যানরা। সহজ জয় পেল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। নবম রাউন্ডে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের প্রথম জয়ের নায়ক রোহানাত দৌল্লাহ বর্ষণ। দিনের অন্য ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জিতেছে সিটি ক্লাব।
শাইনপুকুরের টানা তৃতীয় জয়
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘিœত ম্যাচে গাজী গ্রুপকে ৮০ রানে হারিয়েছে শাইনপুকুর। এ নিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে আকবর আলির নেতৃত্বাধীন দল। শাইনপুকুরের ইনিংসের ৪ ওভার হতেই নামে বৃষ্টি। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ইনিংসপ্রতি ৪৩ ওভারে। ইরফান শুক্কুরের ৭৫ বলে ৮৪ রানের সৌজন্যে ৮ উইকেটে ২৪২ রান করে শাইনপুকুর। ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে গাজী গ্রুপের লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ২৪২ রান। যা তাড়া করতে নেমে ৪৮ বল বাকি থাকতেই ১৬১ রানে গুটিয়ে যায় দলটি।
৯ ম্যাচে শাইনপুকুরের ষষ্ঠ জয় এটি। শ্রেয়তর নেট রান রেটের সৌজন্যে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে পেছনে ঠেলে চার নম্বরে উঠেছে তারা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে গাজী গ্রুপ।
সংক্ষিপ্ত স্কোর
শাইনপুকুর ক্রিকেট ক্লাব : ৪৩ ওভারে ২৪২/৮ (খালিদ ৬৩, ইরফান ৮৪, রুয়েল ৩/৪৮)
গাজী গ্রুপ ক্রিকেটার্স : (লক্ষ্য ৪৩ ওভারে ২৪২) ৩৫ ওভারে ১৬১ (সাব্বির ৩৩, নাহিদ ৪/৫৪)।
ফল : শাইনপুকুর ৮০ রানে জয়ী, ম্যাচ সেরা : ইরফান শুক্কুর
রূপগঞ্জ টাইগার্সের প্রথম জয়
প্রথম ৮ ম্যাচে কোনো জয় নেই। নবম রাউন্ডে এসে জয়ের মুখ দেখল তারা। বিকেএসপির ৩ নম্বর মাঠে ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ব্রাদার্স ইউনিয়নকে ৩১ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স।
সংক্ষিপ্ত স্কোর : রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব : ৩৯.১ ওভারে ১৪৯ (শামসুর ৫৭,মনির ৩/১৯)
ব্রাদার্স ইউনিয়ন : (লক্ষ্য ৪৩ ওভারে ১৪৮) ৩৯.২ ওভারে ১১৬ (মজিদ ২৮, হাশিম ৪/২৬)
ফল : রূপগঞ্জ টাইগার্স ৩১ রানে জয়ী (ডিএল)।
পারটেক্সকে হারাল সিটি ক্লাব
সংক্ষিপ্ত স্কোর : পারটেক্স স্পোর্টিং ক্লাব : ৪২ ওভারে ২০৮/৯ ( তানবীর ৬৯, নাইমুর ৩/৪৩)
সিটি ক্লাব : ৪১.৪ ওভারে ২১০/৮ (আশিকুল ৪৪, রাকিবুল ৩/৩৬)
ফল : সিটি ক্লাব দুই উইকেটে জয়ী (ডিএল)।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা