তানজিমের ৫ উইকেট সাইফের সেঞ্চুরি
- ক্রীড়া প্রতিবেদক
- ০৭ এপ্রিল ২০২৪, ০০:০৫
পেসার তানজিম হাসান সাকিবের ক্যারিয়ারের সেরা বোলিংয়ে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনী ৮ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। ৭.৩ ওভার বল করে ২৩ রানে ৫ উইকেট নেন তানজিম। তাতে ডিপিএল লিগ টেবিলে ৯ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েনট নিয়ে শীর্ষে আবাহনী।
আবাহনীর হয়ে বাকি পাঁচ উইকেট ভাগাভাগি করে নেন অন্য দুই পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। শরিফুল ২৯ রানে ৩ ও তাসকিন ১৬ রানে ২ উইকেট নেন। আবাহনীর বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ২৮.৫ ওভারে মাত্র ৯৯ রানে অলআউট হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। দলের পক্ষে শামীম হোসেন ১৮, শহিদুল ইসলাম ১৭, মাশরাফি বিন মর্তুজা ও ইমরানুজ্জামান ১৫ রান করে করেন।
জবাবে ২ উইকেট হারিয়ে ১০.৪ ওভারেই জয় তুলে নেয় আবাহনী। ওপেনার নাইম শেখ ৪ ও তৌহিদ হৃদয় ১০ রানে ফিরলেও, আবাহনীর জয় নিশ্চিত করেন আরেক ওপেনার এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন। মাত্র ১৮ বল খেলে ৫টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেন মোসাদ্দেক। ২টি চার ও ৪টি ছক্কায় অনবদ্য ৩৭ রান করেন বিজয়।
সাইফের সেঞ্চুরিতে শেখ জামালের জয়
ওপেনার সাইফ হাসানের দারুণ সেঞ্চুরিতে সপ্তম জয়ের দেখা পেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নবম রাউন্ডের ম্যাচে শেখ জামাল ৭৩ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। এই জয়ে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে উঠল শেখ জামাল। সমানসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে প্রাইম ব্যাংক।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে সাইফের সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৯২ রানের বড় সংগ্রহ পায় শেখ জামাল। ১২টি চার ও ৩টি ছক্কায় ১২০ বলে ১১৫ রান করেন সাইফ। প্রাইম ব্যাংকের হাসান মাহমুদ ৩ উইকেট নেন। জবাবে ৪৪.১ ওভারে ২১৯ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। অধিনায়ক তামিম ইকবাল সর্বোচ্চ ৬৯ রান করেন। ৫৩ রানে ৪ উইকেট নিয়ে শেখ জামালের জয়ে অবদান রাখেন বাঁ হাতি স্পিনার টিপু সুলতান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা