১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শরিফুলের বলে আহত মুমিনুল

-

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলায় শরিফুল ইসলামের বাউন্সারে গুরুতর আহত হয়েছেন মুমিনুল হক। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গতকাল আবাহনী লিমিটেড ও লিজেন্ডস অব রূপগঞ্জের খেলায় এ ঘটনা ঘটে।
রূপগঞ্জের হয়ে চলমান ডিপিএলে খেলছেন মুমিনুল, অন্য দিকে শরিফুলের দল আবাহনী। আগে ব্যাটিংয়ে নেমে ৭ রানে দুই উইকেট হারায় রূপগঞ্জ। এরপরই উইকেটে আসেন মুমিনুল। নিজের প্রথম বলটি সাবলীলভাবে খেললেও দ্বিতীয় বলেই ঘটে বিপত্তি। পেসার শরিফুলের বাউন্সারটি হেলমেটকে ফাঁকি দিয়ে সরাসরি আঘাত হানে মুমিনুলের ঘাড়ে। আঘাত পাওয়ার সাথে সাথেই ব্যাট ফেলে দেন তিনি। দ্রুত ফিজিওকে ডাকেন আবাহনীর বিজয়। রূপগঞ্জের ফিজিও মুমিনুলকে মাঠে প্রাথমিক চিকিৎসা দিলেও তা যথেষ্ট ছিল না। কিছুক্ষণ পরই মাঠ ছাড়তে দেখা যায় টেস্ট দলের এই ব্যাটারকে।


আরো সংবাদ



premium cement