পাঁচ স্বর্ণে হলে সিট
- ক্রীড়া প্রতিবেদক
- ০৭ এপ্রিল ২০২৪, ০০:০৫
অতীতে দুর্নীতির কারণে খেলোয়াড় কোটায় ছাত্র ভর্তি বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরে তা চালু হয়। সেই খেলোয়াড় কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর ভর্তি হন জাতীয় দলের ফুটবলার, নিলুফার ইয়াসমিন নীলা, রিতু পূর্ণা চাকমা, রেহেনা আক্তাররা। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বয়সভিত্তিক দলে ছিলেন ঝালকাঠির মিডফিল্ডার রেহেনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ছেন তিনি। সাধারণত প্রথম বর্ষে পড়া ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়েরর হলে সিট পান না। কিন্তু ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন রেহানা খাতুন। অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় রেহানা গত বছর বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব হলের বার্ষিক ক্রীড়ায় ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার , রিলে এবং লং জাম্পে প্রথম হন। ফলে বিকেএসপির সাবেক এই ছাত্রী ক্রীড়ায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এই সাফল্যেই হলে সিঙ্গেল সিট পেয়েছেন তিনি। এ ছাড়া এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উদ্যোগে পাঁচজন নারীকে বিশেষ সম্মাননা দেয়া হয়। সেই পাঁচজনের একজন ছিলেন রেহেনা।
উচ্চতায় খুব ছোট হওয়ার সিনিয়র জাতীয় দলে আর খেলা হয়নি রেহানার। তবে এখনো স্বপ্ন দেখেন সিনিয়র জাতীয় দলে খেলার। সে সাথে স্বপ্ন ভারতের লিগে দেশের প্রতিনিধিত্ব করার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা