১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাফায়েলের হ্যাটট্রিকে রেসে ইয়ংমেন্স

-

এবিজি বসুন্ধরা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের প্রিমিয়ারে উঠার লড়াইয়ে চলে এসেছে ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল। ১৯ পয়েন্ট তাদের। ২১ পয়েন্টে শীর্ষে পিডাব্লিউডি। গতকাল কমলাপুর স্টেডিয়ামে রাফায়েল টুটুর চার গোলে ইয়ংমেন্স ৪-১এ হারায় উত্তরা ফুটবল ক্লাবকে। ফলে লিগে ১০ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা এখন রাফায়েল। উত্তরার গোলদাতা শুভ। ইয়ংমেন্সের ডালিম করেছিলেন লিগের প্রথম হ্যাটট্রিক। রাজশাহীর ছেলে রাফায়েল জানান, ‘আমি এই বছরই প্রথম খেলতে এসেছি বিসিএলে। হ্যাটট্রিকও প্রথম। লক্ষ্য সর্বোচ্চ গোলদাতা হওয়া।’ ভিক্টোরিয়ার সাবেক ফুটবলার মমিনুল হক জেটের অধীনে রাজশাহীতে ফুটবল চর্চা এই স্ট্রাইকারের।


আরো সংবাদ



premium cement