বড় জয় আবাহনী ও মোহামেডানের
- ক্রীড়া প্রতিবেদক
- ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
সহজ ও বিশাল জয় দিয়ে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকি লিগের সুপার সিক্স পর্ব শুরু করেছে শিরোপাপ্রত্যাশী আবাহনী ও মোহামেডান। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রোমান সরকারের জোড়ায় বাংলাদেশ পুলিশ স্পোর্টিং ক্লাবকে ৭-০ গোলের ব্যবধানে হারায় আকাশি-নীলরা। অপর ম্যাচে মালয়েশিয়ান ফয়জাল বিন সারির হ্যাটট্রিকে মোহামেডান ৯-২ গোলে পরাজিত করে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে।
আবাহনী ও পুলিশের ম্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। গোলমুখ উন্মুক্ত হয়েছে দ্বিতীয় কোয়ার্টারে। ১৯ মিনিটে রোমান সরকারের ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী। পরের মিনিটে অভিজ্ঞ ডিফেন্ডার আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে ব্যবধান দ্বিগুণ হয়। তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা করে পুলিশ। বেশ কয়েকটা পেনাল্টি ও কর্নার আদায় করে নেয় তারা। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হিটে গোলবঞ্চিত থাকে। ৪২ মিনিটে শিলানন্দ পেনাল্টি কর্নার থেকে গোল করলে ব্যবধান আরো বাড়িয়ে নেয় তারা। আবাহনী এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারে আরো চারটি গোল পায় আকাশি-নীল শিবির। ৪৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবাহনীকে চতুর্থ গোল উপহার দেন রেজাউল করিম বাবু। ৫৩ মিনিটে রোমান সরকারের চমৎকার ফিল্ড গোলে ব্যবধান ৫-০ হয়েছে। ৫৭ ও ৫৮ মিনিটে বাকি দুই গোল করেন আবাহনীর ভেংকটেশ ও আফফান। তাতে ৭-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
দিনের অপর খেলায় মোহামেডানের সামনে দাঁড়াতেই পারেনি অ্যাজাক্স। ম্যাচে গোল করেছেন সাদাকালো শিবিরের তিন মালয়েশিয়ান। এরমধ্যে হ্যাটট্রিক করেন ফয়জাল বিন সারি। যদিও মোহামেডানকে চমকে দেয় অ্যাজাক্স। ম্যাচের দুই মিনিট বয়সেই তারা বল পাঠায় প্রতিপক্ষের জালে। গোলদাতা শিমুল। এরপর ফিতফি বিন সারির গোলে সমতায় ফেরে মোহামেডান। গোলটি ১১ মিনিটে। ১৪ মিনিটে দ্বীন ইসলাম ইমন গোল করলে ২-১ এ লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে শিরোপাপ্রত্যাশীরা। এরপর ২২, ২৭ ও ৩৯ মিনিটে তিন গোল করেন ফয়জাল। এতে তার হ্যাটট্রিক পূর্ণ হয়। ৪৩ মিনিটে গোল মোহামেডানের অপর মালয়েশিয়ান ফাইজ হেলিম জালির স্টিক থেকে। ৪৪ মিনিটে সৈকত এবং ৫১ মিনিটে মেহেদী হাসান অভি গোল করলে স্কোর ৮-১ হয়। ৫৮ মিনিটে গোলের দেখা দেশসেরা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমির। এর আগে অবশ্য অ্যাজাক্সের লিশাম গোল করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা