এ বছরই আরেকটি প্রিমিয়ার হকি
- ক্রীড়া প্রতিবেদক
- ০৫ এপ্রিল ২০২৪, ০০:০৫
অনিয়মিত মোড়ক লাগা বাংলাদেশের প্রিমিয়ার হকি ব্যঙ্গ করে বিশ্বকাপের সাথে তুলনা করা হয়। বিশ্বকাপ যেমন চার বছর পরপর হয় প্রিমিয়ার হকিও তেমন টার্ফে গড়াচ্ছে ৩/৮ বছর পরপর। এই অপবাদ ঘোচানো এবং হকি লিগকে নিয়মিত করার উদ্যোগ নিয়েছে হকি ফেডারেশন। এর অংশ হিসেবেই এ বছর ডিসেম্বরে ফের মাঠে গড়াবে প্রিমিয়ার হকি। বাংলাদেশ হকি ফেডারেশন সেক্রেটারী এ কে এম মমিনুল হম সাঈদ জানান এই তথ্য। উল্লেখ্য, এখন চলছে প্রিমিয়ার হকি।
আজ থেকে শুরু হচ্ছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার হকির সুপারসিক্স পর্ব। মে মাসে প্রিমিয়ার মহিলা হকি লিগ। জুনে প্রথম বিভাগ এবং আগস্টে দ্বিতীয় বিভাগ হকি করার ঘোষণা হকি ফেডারেশনের। এরপর ডিসেম্বরে আবার প্রিমিয়ার হকি। সাঈদ জানান, ‘বারবার যে কথা উঠে লিগ বিরতির তা বন্ধ করাই উদ্দেশ্য।’ এক বছরে দুই লিগ খেলতে ক্লাব গুলো রাজি হবে কি না এর জবাবে তিনি বলেন, এ ক্ষেত্রে ক্লাবগুলোকে আর্থিক সহায়তা করা যায় কি না- সে চেষ্টা করা হচ্ছে। এবারের বাজেটে হকির জন্য যাতে বরাদ্দ সে জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সাথে যোগাযোগ করেছি।
তার দেয়া তথ্য, এবার প্রাইম মিনিস্টার হকি, পুরুষদের জুনিয়র এশিয়া কাপ, এএইচএফ কাপসহ চারটি আন্তর্জাতিক হকি টুর্নামেন্টের স্বাগতিক হওয়ার ইচ্ছে বাংলাদেশের। যদি অর্থের জোগান হয় তাহলে চারটি আসরই বসবে হকি স্টেডিয়ামে। অন্যথায় একটি। সে সাথে প্রাইম মিনিস্টার কাপে ভালো মানের দলই আনার ইচ্ছে।
১৯-২৩ মে প্রথম বিভাগের দল বদলের সিদ্ধান্ত হয় গতকাল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা