সাদাকালোদের সেমিফাইনাল নিশ্চিত
- ক্রীড়া প্রতিবেদক
- ০৩ এপ্রিল ২০২৪, ০০:০৫
ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান। গতকাল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে তারা ২-১ গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে।
ঢাকার বাইরে হলেও চৈত্রের তীব্র গরমে বেশ কষ্ট সয়েই খেলেছেন দুই দলের ফুটবলাররা। তাই দুই অর্ধেই রেফারি কুলিং ব্রেক দিয়েছিলেন। গত দুই মৌসুম ধরে শুক্র ও শনিবার লিগের ম্যাচ এবং ফেডারেশন কাপ মঙ্গলবার এই রীতিতে চলছে দেশের ফুটবল। ম্যাচের শুরুতেই সিকু সিল্লার দ্রুততম গোলে এগিয়ে যায় শেখ রাসেলই। মাত্র ২৬ সেকেন্ডে ফ্রি কিক থেকে বক্সের ওপর দুর্দান্ত হেডে গোলটি করে সিকু সিল্লা (১-০)। মোহামেডানের কিপার সুজন লাফিয়ে উঠেও বলের নাগাল পাননি। চলতি মৌসুমে স্বল্প সময়ে গোলের রেকর্ড এটি। মোহামেডান পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে।
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোল পেতে মোহামেডানকে বেগ পেতে হয়। শেখ রাসেলের যখন সেমির স্বপ্ন দেখছে ঠিক তখনই সাদা কালো শিবিরের ত্রাতা হয়ে আসেন উজবেক মিডফিল্ডার মুজাফফরভ। ম্যাচের ৭১ মিনিটে সঙ্ঘবদ্ধ আক্রমণে বক্সের সামনে থেকে মুজাফফরভের জোরালো শটে ম্যাচে সমতা আনে মোহামেডান (১-১)। এর পর সাদা কালোদের হয়ে জয়সূচক গোলটি করেন জাফর ইকবাল। নির্ধারিত ৯০ মিনিটের যোগ করা সময়ে বক্সের মধ্যে সুবিধাজনক অবস্থানে বল পান তিনি। প্রথম দফায় তার নেয়া শট গোলকিপার মিতুল মারমা ব্লক করেন। ফিরতি বলে শট নিলে ডিফেন্ডার সেভ করতে ব্যর্থ হন (২-১)। ১৬ এপ্রিল দ্বিতীয় কোয়ার্টারে খেলবে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা