চ্যাম্পিয়ন মেরিনার্সকে হারাল মোহামেডান
- ক্রীড়া প্রতিবেদক
- ০২ এপ্রিল ২০২৪, ০৩:৩৬
প্রিমিয়ার হকির গ্রুপ পর্বে প্রতিদিন দু’টি করে ম্যাচ থাকলেও গতকাল একটি ম্যাচ রাখা হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মেরিনার্স ও রানার্স আপ মোহামেডানের ম্যাচ বলে কথা। হকিতে গেঞ্জাম-অনিয়ম নিত্তনৈমিত্তিক ব্যাপার থাকায়, এক ঘণ্টার খেলা দুই ঘণ্টায়ও শেষ হয়না বিধায় একটি ম্যাচই রাখা হয়েছে। তারপরও ছাড়িয়ে গেছেন এবারের সবসময়কে।
হকি লিগে বড় দলের ম্যাচ মানেই ক্ষণে ক্ষণে বিরতি। গতকালের ম্যাচও এর ব্যতিক্রম হয়নি। আম্পায়ারদেরও সিদ্ধান্ত নিতে ভিডিও আম্পায়ারের দ্বারস্থ হতে হচ্ছে বারংবার। এতে করে এক ঘণ্টার ম্যাচে সময় ব্যয় হচ্ছে আড়াই থেকে তিন ঘণ্টা। মোহামেডান-মেরিনার্সের ম্যাচেও একই অবস্থার সৃষ্টি হয়েছে। কথার যুদ্ধ ও হাতাহাতির ফাঁকে ফাঁকে খেলা অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হয়েছে।
আবাহনী মোহামেডান ম্যাচে এক ঘণ্টার খেলা শেষ হয়েছে আড়াই ঘণ্টায়। আর গতকাল মেরিনার্স-মোহামেডানের ম্যাচ শেষ হয়েছে আরো ১০ মিনিট বেড়ে দুই ঘণ্টা ৪০ মিনিটে। সেই ম্যাচে চ্যাম্পিয়ন মেরিনার্সকে ২-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের পথে এগিয়ে থাকা আবাহনীর পিছু পিছুই রইল সাদা-কালোরা।
মওলানা ভাসানী স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে সাদা-কালোর হয়ে দ্বীন ইসলাম ইমন, আমিরুল ইসলাম এবং মালয়েশিয়ান ফায়জাল বিন সারি একটি করে গোল করেন। অপর দিকে মেরিনার্সের অধিনায়ক ফজলে হোসেন রাব্বি ও আবেদ উদ্দিন গোল করেও দলকে জেতাতে পারেননি। এই হারে লিগ শিরোপা রেসে খানিকটা পিছিয়ে পড়েছে মেরিনার্স ।
আবাহনী ৯ ম্যাচে ২৫ পয়েন্টে সবার উপরে। সমান ম্যাচে মোহামেডান ২৩ পয়েন্টে দ্বিতীয় স্থানে। একই সংখ্যায় খেলায় ঊষার ২২ ও মেরিনার্সের পয়েন্ট মাত্র ১৯। রাউন্ড রবিন লিগের মেরিনার্সের শেষ ম্যাচ আবাহনীর বিপক্ষে। আবাহনীকে শেষ ম্যাচে মেরিনার্স হারাতে পারলে সুপার সিক্স জমে উঠবে।
ম্যাচ শেষে মোহামেডানের জিমি জানালেন, ‘আর কত সহ্য করব ভাই। ওদের একজনকে হলুদ কার্ড দেয়ার পর তারা প্রতিবাদ করে। এরপর হলুদ কার্ড উঠিয়ে গ্রিন কার্ড দেয়া হয়। এটা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। তারপরও আমরা মেনে নিয়েছি।’
মোহামেডানের জয়ে খুশি হয়ে তাৎক্ষণিক ২০ হাজার টাকা পুরস্কার দেন মোহামেডান হকি কমিটির ভাইস প্রেসিডেন্ট হাজী মো: হুমায়ুন। আর দলের ম্যানেজার তো বলেই দিলেন প্রয়োজনে গাড়ি বিক্রি করে প্লেয়ারদের ঈদ করাবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা