১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অবশেষে জিএম নর্ম ফাহাদের

-

আগের রাউন্ডের ম্যাচগুলোতে নামীদামি গ্র্যান্ডমাস্টারদের হারানো। এরপর কাবু করা আন্তর্জাতিক মাস্টারদের। কিন্তু পরে ফিদে মাস্টারের কাছে হেরে স্বপ্ন ধূলিসাৎ করা। গত কয়েক বছরে এমন হতাশার গল্প বেশ কয়েকবারই লিখেছেন ফাহাদ রহমান। গত পরশু যখন এই বাংলাদেশী আন্তর্জাতিক মাস্টার ভিয়েনমানের গ্র্যান্ডমাস্টার এবং ভারতের আন্তর্জাতিক মাস্টারকে হারান তখন তার সামনে ছিল প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়ার সুবর্ণ সুযোগ। এ জন্য গতকাল ভিয়েতনামের ফিদে মাস্টার বান গিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। এমন ফিদে মাস্টারের বিপক্ষে আগে ক’দিন আগেই এই ভিয়েতনামের আসরে শেষ ম্যাচে জিততে পারেননি ফাহাদ। কাল অবশ্য আর পুরনো পথে হাঁটেননি তিনি। এবার ঠিকই জয় পেলেন ফিদে মাস্টারের বিপক্ষে। ফলে দেশের ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে এক হার্ডল পেরুলেন তিনি। মিললো প্রথম জিএম নর্ম। গ্র্যান্ডমাস্টার হতে তার আরো দুই নর্ম লাগবে ফাহাদের।
ভিয়েতনামের হ্যানয় গ্র্যান্ডমাস্টার দাবা-৩ এ ফাহাদ ৯ খেলায় ৭ পয়েন্ট অর্জন করেন। দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার নিয়াজ, জিয়া, রিফাত, রাজীব, রাকিবদের পথে হাঁটতে ফাহাদকে আরো ১৮ খেলায় ২টি নর্ম পেতে হবে। তবে বহুপ্রতীক্ষিত প্রথম জিএম নর্মপ্রাপ্তির দিনে চ্যাম্পিয়ন হতে পারেননি ফাহাদ। ফিলিপাইনের আইএম কুইজন ড্যানিয়েলের সাথে পয়েন্ট সমান ৭ হয়। এরপর ফাহাদ টাইব্রেকিংয়ে হয়েছেন রানার্সআপ। তবে রেটিং বৃদ্ধি করেছেন ২০।
২০১৯ সালে এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক মাস্টার হন ফাহাদ। এরপর থেকে চেষ্টা চলছিল গ্র্যান্ডমাস্টার নর্ম প্রাপ্তির। কিন্তু বারবরাই অল্পের জন্য সুযোগ হাতছাড়া। এই নর্মের জন্য এশিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এমনকি ইউরোপ পর্যন্ত গেছেন ম্যাচ খেলতে। গত বছর তো পাঁচবার সুযোগ হারান জিএম নর্ম পাওয়ার। ভিয়েতনামের টুর্নামেন্টে শেষ ম্যাচে জিতলে নর্ম। ড্র করলে শিরোপা। প্রতিপক্ষের ড্রয়ের প্রস্তাব ফিরিয়ে নর্মের জন্য খেলতে গিয়ে হেরেই বসেন। এতে সবই যায়। অবশেষে পাঁচ বছর পর মিলল প্রথম নর্ম।
এখন ২০ বছরের এই দাবাড়–র লক্ষ্য এ বছরের মধ্যেই অন্য দুই জিএম নর্ম পাওয়া।
এবার ভিয়েতনাম সফরে দু’টি টুর্নামেন্ট খেলেছেন ফাহাদ। প্রথম টিতে অষ্টম হয়ে রেটিং কমিয়েছেন ১৫। পরের আসরে ২০ বৃদ্ধি করেছেন রেটিং। এখন গ্র্যান্ডমাস্টার হতে হলে তার রেটিং হতে হবে ২৫০০। বর্তমানে তার রেটিং ২৪৩১।


আরো সংবাদ



premium cement
দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক আন্দোলনে তারেক রহমানের সংহতি প্রকাশ সাবেক ছাত্রলীগ নেত্রী নদী গ্রেফতার সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ

সকল