১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লিভারপুল জয়ী

-

ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। অলরেডরা গতকাল ২-১ গোলে হারায় ব্রাইটনকে। অ্যানফিল্ডে ম্যাচ শুরুর ২ মিনিটেই ড্যানি ওয়েলব্যাক গোল করে শুরুতেই চমকে দেয় জার্গেইন কপের দলকে। ২৭ মিনিটে লুইস দিয়াজের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ম্যাচের ৬৫ মিনিটে মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর গোলে ২-১ ব্যবধানে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে আসে লিভারপুল। ২৯ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট অ্যানফিল্ডের দলটির। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। ৬৩ পয়েন্ট নিয়ে তিনে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
লাস পালমাসের রক্ষণে পুরো ম্যাচজুড়েই আক্রমণের আধিপত্য বিস্তারেও গোলের দেখা পাচ্ছিল না বার্সেলোনা। ১০ জনের প্রতিপক্ষকে পেয়েও তেমন সুবিধা করতে পারেনি লেভানোদোভস্কি-রাফিনহারা। ম্যাচের ২৪ মিনিটে বক্সের বাইরে এসে রাফিনহাকে ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন পালমাসের গোলরক্ষক আলভারো ভায়েস। এক জন কম নিয়ে খেললেও বারবার বার্সার বাধা হয়ে দাঁড়াল ক্রসবার আর পোস্ট। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার করা ৫৯ মিনিটে একমাত্র গোলে গত পরশু জয় নিয়ে মাঠ ছাড়ল জাভি হার্নান্দেজের দল।
অলিম্পিক স্টেডিয়ামে গত পরশু লা লিগায় পালমাসকে ১-০তে হারিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান কমাল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
এই জয়ে ৩০ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। শীর্ষে থাকা এক ম্যাচ কম খেলে রিয়াল ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে। ২৯ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তিনে জিরোনা। ৩০ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে লাস পালমাস।
এ দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ মুহূর্তের রোমাঞ্চে ব্রেন্টফোর্ডের মাঠে নাটকীয় ড্র নিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ড্রয়ের ফলে শীর্ষ চারে থেকে লিগ শেষ করার আশা আরো ফিঁকে হয়ে গেল এরিক টেন হাগের দলের। ব্রেন্টফোর্ডের মাঠে নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মাসন মাউন্টের গোলে এগিয়ে যায় ম্যানইউ। যোগ করা সময়ের নবম মিনিটে ক্রিস্টোফার আজের গোল করলে ১-১ গোলের নাটকীয় ড্র নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।
প্রিমিয়ার লিগে এদিন চেলসি ২-২-এ ড্র করে বার্নলির সাথে। শেফিল্ড ইউনাইটেড ম্যাচটি ৩-৩ গোলে ড্র করে ফুলহ্যামের বিপক্ষে। জার্মান বুন্দেসলিগায় শিরোপা জয়ের পথ থেকে অনেক দূরে সরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানরা নিজেদের মাঠে গত পরশু বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০তে হেরে হাল ছেড়ে দিয়েছে।
দলটির কোচ টমাস টুখেল ইতোমধ্যেই লেভারকুজেনকে অভিনন্দনও জানালেন। এই পরাজয়ে ২৭ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লেভারকুজেন।

 


আরো সংবাদ



premium cement
এক দিনে দেড় হাজার মার্কিনির সাজা মাফ করলেন বাইডেন ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি জনগণের হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে : মহাপরিচালক

সকল