৬০ মিনিটের ম্যাচ ১৫০ মিনিটে শেষ
- ক্রীড়া প্রতিবেদক
- ৩১ মার্চ ২০২৪, ০০:০৫
বিগ ম্যচের করণীয় এখনো ঠিক করতে পারেনি বাংলাদেশ হকি ফেডারেশন। গণ্ডগোল ছাড়া ম্যাচ শেষ হওয়ার নজির নেই প্রিমিয়ার লিগে। উত্তেজনা ঠাসা ম্যাচ মানেই আবাহনী-মোহামেডান-মেরিনার্স-ঊষা। তন্মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে স্বীকৃত আবাহনী-মোহামেডান। গ্রুপ পর্বে গতকাল এই দুই দলের ম্যাচে আম্পায়ার এসেছেন ১০ মিনিট দেরিতে। দায় নিতে চাইলেন না কেউ। লিগ কমিটির সেক্রেটারি গিয়েছেন চট্টগ্রামে মরহুম ইউসুফের জানাজায়। আম্পায়ার্স বোর্ড থেকে জানানো হলো দলগুলোকে আগেই জানানো হয়েছে আম্পায়ার ১০ মিনিট দেরিতে আসবে। আবাহনীর ম্যানেজার মাহবুব হারুন জানালেন, ‘এমন বিগ ম্যাচে আম্পায়ার ১০ মিনিট দেরিতে আসবে কেন। পৃথিবীর কোথাও এমন নিয়ম আছে কি না। আমরা ওয়ার্মআপ করে সময়মতো মাঠে নামব, তখন দেখি আম্পায়ার নাই।’
প্রিমিয়ার হকি লিগে প্রথম পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। ৬০ মিনিটের ম্যাচ শেষ হয়েছে প্রায় আড়াই ঘণ্টা পর। তার পরেও জেতেনি কোনো দল। ১-১ গোলে ড্র নিয়ে দুই দল মাঠ ছেড়েছে। মওলানা ভাসানী স্টেডিয়ামে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর। ম্যাচের শুরুতে মরহুম সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের আত্মার মাগফিরাতের জন্য এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা ও আম্পায়াররা।
ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই রাকিবুল হাসানের ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী। ৩৩ মিনিটে মোহামেডানের আমিরুল ইসলাম গোল করলে ১-১ সমতা আসে। এরপরই জয়ের জন্য মরিয়া হয়ে উঠেন দুই দলের খেলোয়াড়রা। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে আম্পায়ার ফাউলের বাঁশি দেন। এ নিয়ে মোহামেডানের খেলোয়াড়রা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে রিভিউতে তা বাতিল হয়। খেলা বন্ধ থাকে ১০ মিনিট। ম্যাচ শেষের ৫৮ সেকেন্ড আগে মোহামেডানের করা একটি ফাউলকে কেন্দ্র করে খেলা বন্ধ থাকে আরো ৩০ মিনিট। এরপর খেলা শুরু হলে শেষ সেকেন্ডে পেনাল্টি পায় মোহামেডান। কিন্তু আম্পায়ার খেলা শেষের বাঁশি দিয়েছেন। তাতেও আপত্তি জানায় মোহামেডান। সেই পেনাল্টি গড়াতে সময় লাগে আরও ১০ মিনিট। এভাবে সাড়ে ৩টায় খেলা শুরু হলেও তা শেষ হয় সন্ধ্যা ৬টায়।
খেলা শেষে মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি বলেছেন, ‘খেলা নষ্টের মূলে ভিডিও আম্পায়ার সেলিম লাকি। ফেডারেশন ৫৫ হাজার টাকা খরচ করে রিভিউ দেখার মেশিন কিনলেও নাকি তিনি তা স্পষ্ট দেখতে পান না।’
তবে অভিযোগের আঙুল সরাসরি মোহামেডানের খেলোয়াড়দের দিকে তুললেন আবাহনীর ম্যানেজার মাহবুব হারুন। তার কথায়, ‘মোহামেডানের দুইজন খেলোয়াড়ের কারণে ম্যাচের এই দশা।’
সেলিম লাকি জানালেন, ‘খেলা শুরু হওয়ার পর ভিডিও পরিচালনাকারীরা ক্যামেরার মুভমেন্ট ওদিকেই নেয়। এ দিকে এই ঘটনা ঘটলে ভিডিওতে কিছুই দেখা যায়নি। যেখানে ভিডিও মিস করেছে সেখানে আমি কি দেখে সিদ্ধান্ত দিবো। এটি তো টেকনিক্যাল ফলড।’
৯ ম্যাচ শেষে আবাহনীর সংগ্রহ এখন ২৫ পয়েন্ট। টেবিলের শীর্ষ দল তারা। অন্য দিকে ৮ ম্যাচ শেষে মোহামেডানের সংগ্রহ ২০ পয়েন্ট। টেবিলের তিনে অবস্থান দলটির।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা