১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্পিন উইকেট তাই আত্মবিশ্বাসী

-

সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশের ২০ উইকেটের সব ক’টি তুলে নিয়েছিলেন শ্রীলঙ্কান বোলাররা। তবে দ্বিতীয় টেস্টের জন্য পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হবে বলে আশা করা হচ্ছে।
চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টের পিচটি আর্দ্র সীম-উপযোগী পৃষ্ঠের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ হবে। ব্যাটিংয়ের জন্য অনেক ভালো ও সেখানে স্পিনাররা উন্নতি করতে পারে। স্কোয়াডে সেরা অলরাউন্ডার সাকিব ফেরায় সবচেয়ে বেশি আত্মবিশ্বাস দেবে টাইগারদের। শুধু সেরা ব্যাটারদের মধ্যে নন, তিনি চট্টগ্রামের উইকেটে বোলার হিসেবেও ব্যাপকভাবে অভিজ্ঞ। যেখানে ১৯ টেস্টে ৬৪ উইকেট নিয়েছেন। এই ভেনুতে যেকোনো বোলারের জন্য যা সবচেয়ে বেশি। তার সাথে আছেন তাইজুল ইসলাম। যার ঝুলিতে রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ উইকেট। আছেন তৃতীয় অবস্থানে ৩৪ উইকেট নেয়া মেহেদি হাসান মিরাজ।
এ দিকে শ্রীলঙ্কার প্রধান স্পিনার প্রবাথ জয়সুরিয়া বিদেশের মাটিতে মাত্র চতুর্থ টেস্ট খেলবেন। তার ক্যারিয়ারের চারটি উইকেট রয়েছে। আছেন অফ স্পিন-বোলিং অলরাউন্ডার রমেশ মেন্ডিস।
বাংলাদেশের মাটিতে কখনো কোনো টেস্ট হারেনি শ্রীলঙ্কা। চলমান টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে জয়ের ব্যবধান এমনই ছিল যে, তারা কিছুটা আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় টেস্ট শুরু করবে। বড় জয়ের বাইরেও শ্রীলঙ্কা একজন ব্যাটার খুঁজে পেয়েছেন। যিনি শীর্ষ স্তরে তাৎক্ষণিক সাফল্য পেয়েছেন, কামিন্দু মেন্ডিসের উপস্থিতি আরো উৎসাহিত করবে লঙ্কানদের। তবে সিলেট টেস্টকে বিপর্যস্ত বলেই মনে করবে বাংলাদেশ। চট্টগ্রামে সাকিবের উপস্থিতিতে সম্পূর্ণ ভিন্ন দলে পরিণত হবে বাংলাদেশ।

 

 


আরো সংবাদ



premium cement