যুক্তরাষ্ট্র দলে একজন ছাড়া সবাই ভিনদেশী
- ক্রীড়া ডেস্ক
- ৩০ মার্চ ২০২৪, ০২:১৪
কানাডার বিপক্ষে এপ্রিলে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্র। আগামী জুনে অনুষ্ঠিত হবে ক্রিকেটের সাদা বলের এই সংক্ষিপ্ত ভার্সনের বিশ্বকাপ। ওই সিরিজের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র সিরিজ খেলবে বাংলাদেশ ও কানাডার বিপক্ষে। মে মাসে যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে বাংলাদেশের।
কানাডার বিপক্ষে সিরিজের জন্য ইতোমধ্যে ১৫ জনের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যে দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন, মোনাঙ্ক প্যাটেল, নিতিশ কুমার, উসমান রফিকসহ সব প্রবাসী ক্রিকেটার জায়গা পেয়েছেন। দলটিতে আরো আছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বারবাডোজের ক্রিকেটার। একমাত্র মার্কিন ক্রিকেটার হিসেবে আছেন ৩০ বছরের স্টিভেন টেইলর।
যুক্তরাষ্ট্র অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করেছেন ভারতীয় মোনাঙ্ক প্যাটেলকে। বারবাডোজে জন্ম নেয়া অ্যারন জোনস সহ-অধিনায়ক। এ ছাড়াও গজনন্দ সিং, জেসি সিং, সৌরভ নেটরাভেলকার, নিস্বর্গ প্যাটেল, হারমিট সিং, নস্তুষা প্রদীপ কেনজিগে, মিলিন্ড কুমার, নিতিশ কুমাররা ভারতীয়। পাকিস্তান থেকে গিয়ে নাগরিকত্ব নিয়েছেন উসমান রফিক। আন্দ্রিয়েস গোউস, সাদলি ফন শাল্কউইক দক্ষিণ আফ্রিকান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা