১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এমন হোয়াইটওয়াশে বিস্মিত জ্যোতি

পুরো সিরিজেই ছিল এমন চিত্র। আউট হয়ে ফিরছেন বাংলাদেশের এক ব্যাটার। ছবিটি গতকালের ম্যাচের : ইন্টারনেট -


৯৫, ৯৭ ও ৮৯।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ নারী দলের তিন ম্যাচের দলীয় সংগ্রহ।
ব্যাটিংয়ের এমন ভরাডুবি এবং বিপক্ষে যখন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, সেখানে পরিসংখ্যান আর বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়া ৩, বাংলাদেশ ০। প্রথম দুই ওয়ানডের পর তৃতীয় ওয়ানডেতেও এক শ’ রানের নিচেই থামে স্বাগতিকদের দলীয় সংগ্রহ। ৯০ রানের মামুলি সেই লক্ষ্যে পৌঁছতে তেমন কোনো বেগই পেতে হয়নি অস্ট্রেলিয়া নারী দলকে। হিলি-পেরিরা পেল ৮ উইকেটের সহজ জয়। সিরিজটা যদিও আগেই জিতেছে সফরকারীরা, এই ম্যাচ শেষে ব্যবধানটা হলো ৩-০।
নিজেদের মাটিতে অজিদের বিপক্ষে এই প্রথম ওয়ানডে সিরিজ খেলল জ্যোতি-নাহিদারা। তবে সেই স্মৃতি খুব একটা সুখকর হলো না স্বাগতিকদের। টানা তিন ম্যাচেই বাজেভাবে হেরে হোয়াইটওয়াশ দিয়েই শেষ হলো সিরিজ। গতকাল শেষটিতে অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে ২৬.২ ওভারে ৮৯ রানে অলআউট হয় স্বাগতিক মেয়েরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৮.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে অজিরা। ৩১ ওভার বাকি থাকতেই ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জায় পড়ল জ্যোতির দল। সিরিজের তৃতীয় ওয়ানডেতে গতকাল অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডে ১১৮ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হেরেছিল টাইগ্রেসরা।

সিরিজটি নারী চ্যাম্পিয়নশিপের অংশ ছিল। এখন অবধি ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। সমানসংখ্যাক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সপ্তমস্থানে বাংলাদেশ। আগামী ৩১ মার্চ থেকে মিরপুরের ভেন্যুতে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
মিরপুর হোম অব ক্রিকেটে এদিন টসে জিতে অস্ট্রেলিয়া। সেখানে আগে ব্যাট করতে নেমে ২৬ ওভার ২ বলে সব ক’টি উইকেট হারিয়ে ৮৯ রানের মামুলি পুঁজি পায় নিগার সুলতানা জ্যোতির দল।
লক্ষ্য তাড়ায় অজিদের ওপেনিং জুটি থেকেই আসে ৪৩ রান। পরে দলীয় ৫৪ রানের মাথায় ফেরেন আরেক ওপেনার অ্যালিসা হিলিও। এরপর আর কোনো উইকেট না হারিয়ে ১৮ ওভার ৩ বলেই জয়ের বন্দরে পৌঁছে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৩৩ রান আসে অধিনায়ক হিলির ব্যাট থেকেই।
এর আগে ব্যাট করতে নেমে স্বাগতিক দলের ব্যাটাররা ছিলেন যাওয়া আসার মধ্যেই। দলের হয়ে এদিন সর্বোচ্চ ১৬ রান আসে অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে। অর্থাৎ ২০ রানের গণ্ডি পেরোতে পারেননি কোনো ব্যাটার। ৬৩ রানেই যখন ৯ উইকেট পড়ে যায় তখন আরো আগেই গুটিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে শেষ উইকেটে ২৬ রানে জুটিতে তা পৌঁছায় ৮৯ রানে। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন কিম গার্থ ও অ্যাশলে গার্ডনার।

বিস্মিত জ্যোতি
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘ব্যাটাররা আসলে তাদের সামর্থ্যরে ১০ শতাংশও দিতে পারেননি। আমি নিজেও টোটালি সারপ্রাইজড (পুরোই বিস্মিত)। কারণ, গত ছয় মাসে যেভাবে ক্রিকেট খেলেছি, এটা একেবারেই অমন না। পুরো দল ব্যর্থ। দুই-একটা দিকে ভুল হলে তবুও মেনে নেয়া যায়। কিন্তু পুরো দল ভিন্ন ধরনের ক্রিকেট খেলেছে।’
‘মনে হয় মনস্তাত্ত্বিক ব্যাপার। কারণ দক্ষতা অনুযায়ী তো সমস্যা আছে বলে মনে হয় না। যদি থাকত, তাহলে তো আগে ম্যাচ জিততে পারত না। আমি জানি না সবার মধ্যে কী কাজ করেছে।’


আরো সংবাদ



premium cement
সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক বেকারত্বহীন বাংলাদেশ গঠনে কাজ করছে জামায়াত : ডা: শফিক বিজয় ঘোষণার অপেক্ষা ভারতকে দেয়া সুইজারল্যান্ডের বিশেষ সুবিধা প্রত্যাহার

সকল