১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মোহামেডানকে ধরে ফেলেছিল পুলিশ

-

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে পুলিশ দল যেন ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে। তাদের চার বিদেশীই ম্যাচে আমেজ সৃষ্টি করছে। সহজে পার পেতে দিচ্ছে না প্রতিপক্ষকে। সাথে দেশীয় প্লেয়াররাও যেন আত্মবিশ্বাসী হয়ে উঠছে। আগের ম্যাচে মেরিনার্সকে ৫-৫ গোলে রুখে দেয়ার পর আবাহনীর বিপক্ষে ৪-২ গোলে হারের পর গতকাল মোহামেডানকে তো ধরেই ফেলেছিল। অল্পের জন্য বেঁচেছে সাদাকালোরা। ম্যাচটি ৪-৩ গোলে জিতে নিয়েছে মোহামেডান। সাদাকালোর মালয়েশিয়ান ফয়জাল বিন সারি দু’টি, দ্বীন ইসলাম ইমন ও আশরাফুল আলম একটি করে গোল করেন। পুলিশ এসসির জার্সিতে আব্দুল মালেক, নাহিদ লাবু ও ভারতের গুরজিৎ সিং একটি করে গোল করেন। অন্য ম্যাচে বীমা ৬-২ গোলে হারায় আজাদকে।


আরো সংবাদ



premium cement