এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা
- ক্রীড়া প্রতিবেদক
- ২৭ মার্চ ২০২৪, ০০:০৫
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই এখন আলাদা এক উত্তেজনা। এই দ্বৈরথে রোমাঞ্চ এনে দিয়েছে দেশ দু’টির ক্রিকেটারদের কিছু আচরণও। সবশেষ টি-২০ ও ওয়ানডে সিরিজের দিকে চোখ রাখলে তেমনটাই দেখা যায়।
বাংলাদেশ-শ্রীলঙ্কা এবার মুখোমুখি হবে নারী ক্রিকেটেও। মেয়েদের টি-২০ বিশ্বকাপের আগে আসন্ন নারী এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
আগামী ১৯ জুলাই থেকে ২৮ জুলাই শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপ। আটটি দল দু’গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপও চূড়ান্ত করেছে এসিসি। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গ্রুপের বাকি দুই দল নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
গ্রুপ ‘বি’ তে আছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের সামনে শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। গ্রুপ পর্বে ২০ জুলাই বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২২ জুলাই প্রতিপক্ষ থাইল্যান্ড এবং ২৪ জুলাই প্রতিপক্ষ মালয়েশিয়া। প্রতি গ্রুপ থেকেই সেমিফাইনালে উঠবে দুই দল। আগামী ২৮ জুলাই ফাইনাল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা