মাশরাফিদের থামাল মোহামেডান
- ক্রীড়া প্রতিবেদক
- ২৬ মার্চ ২০২৪, ০০:০৫
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পাঁচ রাউন্ডের খেলা শেষ হয়েছে। পাঁচ রাউন্ড শেষে একমাত্র অপরাজিত দল আবাহনী লিমিটেড। আকাশি-হলুদদের সাথী হওয়ার সুযোগ ছিল লিজেন্ডস অব রূপগঞ্জের সামনে। কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়াল মোহামেডান। রূপগঞ্জকে ছয় উইকেটে হারিয়ে তাদের জয়রথ থামিয়েছে সাদাকালোরা। ফতুল্লার খানসাহেব ওসমান আলি স্টেডিয়ামে ৪৭.১ ওভারে ১৭৮ রানেই অলআউট হয়ে যায় রূপগঞ্জ। জবাবে ওপেনার রনি তালুকদারের অপরাজিত ৯২ ও অঙ্কনের ৫৯ রানের সুবাদে ৪১.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান।
এ দিকে বিকেএসপির ৪ নম্বর মাঠে পারটেক্সকে (১২৯) ১২৮ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব (২৫৭)। বিকেএসপির ৩ নম্বর মাঠে গাজী টায়ার্সকে দুই উইকেটে হারিয়ে চলতি আসরে প্রথম জয় তুলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা