২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


সিলেটে পজিটিভ ঢাকায় নেগেটিভ

দেশে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার ৫ ক্রিকেটার
-

সোমবার সিলেটে করোনা পরীক্ষায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের পাঁচ নারী ক্রিকেটারের ফল পজিটিভ আসায় দলের সাথে দেশে ফিরতে পারেননি। গতকাল ঢাকায় তাদের ফের করোনা পরীক্ষা করানো হয়। তাতে নেগেটিভ আসায় স্বস্তি মিলেছে। বিকেলেই ঢাকা ছাড়লেন তারা। এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও নারীদের ক্রিকেট বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
ঢাকায় ঠিকঠাক রিপোর্ট পাওয়ায় তাদের দেশে ফিরতে বাধা ছিল না। সন্ধ্যা ৬টার বিমানে তারা ঢাকা ছেড়েছেন। শফিউল বলেন, ‘আমার ধারণা সিলেটে ফল্স রিপোর্ট এসেছিল। কারণ তারা প্রত্যেকে জৈব সুরক্ষা বলয়ে ছিল। কেউ তাদের কাছাকাছিও আসতে পারেনি। ঢাকায় তাদের আবার পরীক্ষা করানো হয়েছে। প্রত্যেকেরই নেগেটিভ এসেছে। ফলে তাদের দেশে ফিরতে কোনো বাধা নেই।’
আজ থেকে দেশে সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে। ২১ এপ্রিল পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। গতকাল শেষ ম্যাচটি খেলে আজ দেশের পথে রওনা হওয়ার কথা ছিল তাদের। কিন্তু লকডাউনের ঘোষণা আসায় দুই দেশের বোর্ডের সিদ্ধান্তে বাতিল হয় শেষ ম্যাচ। চার ম্যাচের সবগুলো দাপটের সঙ্গে জিতেছিল স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দল। যদিও তাদের অধিকাংশ ক্রিকেটারই ছিলেন জাতীয় দলের।

 


আরো সংবাদ



premium cement