আগডুম বাগডুম : কবিতা
- ১২ জুলাই ২০২৪, ০০:০৫
টাপুর-টুপুর বৃষ্টি পড়ে
খালিদ বিন ওয়ালিদ
টাপুর-টুপুর বৃষ্টি পড়ে
সারাটা দিন বন্দী ঘরে
একলা বসে ভাবছে খুকি
কাটবে সময় কেমন করে।
ছুটল খুকি দাদুর ঘরে
উঠল দাদুর কোলে চড়ে
ও দাদু ভাই গল্প বলো
নয়তো পুতুল খেলব চলো।
দাদু শুধায় কেমন করে
খেলি আমি তোমার সাথে,
বয়স আমার বড্ড বেশি
দেখছ নাকি লাঠি হাতে।
তারচে বরং চুপটি বসো
মিচকে ভূতের গল্প বলি
খুকি পেলো খুব ভূতে ভয়
বলল দাদু ঘরে চলি।
আজকে দেবো পুতুল বিয়ে
পরাব যে রঙিন শাড়ি
শুনছি না আর গল্প তোমার
তোমার সাথে দিলাম আড়ি।
বর্ষা এলো
সরোয়ার রানা
বর্ষায় ফিরে এলো
প্রকৃতির প্রাণ
পৃথিবীতে বারিধারা
স্রষ্টার দান।
রিমঝিম রিমঝিম
বৃষ্টির গান
তালে তালে বেজে চলে
সুর অফুরান।
জেগে উঠে লতাপাতা
ঝিকমিক করে
সবুজের আহ্বানে
বৃষ্টি যে ঝরে।
বর্ষায় বেড়ে যায়
ঝর্ণার গতি
কলকল ছলছল
ঝরে পড়ে মতি।
ব্যাঙের সর্দি
এম এইচ মুকুল
ব্যাঙের নাকি সর্দি হলো
মামা তুমি জলদি চলো
ঐ পুকুরটার পাড়ে,
বৈদ্য আনো তাড়াতাড়ি
নইলে তোমায় দেবো আড়ি
রোগ যদি না সারে।
বিড়াল এলো মামার সাথে
বৈদ্য হয়ে ব্যাগটা হাতে
পেটটা চেপে দেখে,
জ্বরটা ভীষণ আছে গায়ে
বল কিছু কম হাতে পায়ে
ভেবে চিন্তে লেখে।
পথ্য হলো চায়ের লিকার
বন্ধ জলে আহার শিকার
আইনটা হলো কড়া,
করবে ব্যায়াম ঘড়ি ধরে
খেতে হবে নিয়ম করে
মাছের ডিমের বড়া।
বৈদ্য বলে ও টুনি ভাই
এবার আমার ফি’টা যে চাই
যেতে হবে হাটে,
বানর মশাই ছুটে এলো
বিড়ালের ঘুম ভেস্তে গেলো
শুয়ে টুনির খাটে।
রিমঝিমঝিম বর্ষা
জাকারিয়া আল হোসাইন
রিমঝিমঝিম বর্ষা এলো
আমার সোনার গায়
মনটা আমার উঠল দুলে
রবের বন্দনায়।
গুড়ুম গুড়ুম মেঘের আওয়াজ
চতুর্দিকে পানি
ঘ্যাঙর-ঘ্যাঙর ব্যাঙের ডাকে
মুগ্ধতা পাই জানি।
বর্ষা এলে নদী-নালা
পানিতে যায় ভরে
মাঝি-মাল্লা নৌকা নিয়ে
কণ্ঠে সারি ধরে।
যায় ছুটে যায় পাল তোলা নাও
নদীর মোহনায়
এমন মধুর দৃশ্য দেখে
মন হারিয়ে যায়।
রিমঝিমঝিম বর্ষা এলো
আমার সোনার গাঁয়।
আষাঢ় এলোরে
গোলাপ মাহমুদ সৌরভ
আষাঢ় এলো বৃষ্টি নিয়ে
হঠাৎ ডাকে বান,
গুড়ুম গুড়ুম আকাশ ডাকে
ব্যাঙে করে গান।
ঝিরিঝিরি বৃষ্টি পড়ে
সূর্য মামা কই
শিয়াল মামার বিয়ে হবে
মেঘের বাড়ি ওই!
মেঘের ডাকে মাছে নাচে
ডাঙায় উঠে আসে,
কচু পাতায় ব্যাঙের নাচন
ঘ্যাঙর ঘ্যাঙর হাসে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা