১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আগডুম বাগডুম : কবিতা

-

রঙবাহারি ঈদ
আতিক রহমান

মহানন্দে বলতে পারি
ঈদ যেন ঠিক রঙবাহারি
পায়জামা ও পাঞ্জাবিতে
কারো চুলে রঙিন ফিতে
কী কারুকাজ-কতই না সাজ
ঘ্রাণের ছড়াছড়ি,
ওই আকাশে ভাসে যেন
চাঁদনামি এক তরী!

এ চাঁদখানি কাল উঠেছে
তাই আজ ঈদে তাল উঠেছে!
ঈদ হচ্ছে রাঙা দিনে
ছেলে-মেয়ে বেলুন কিনে
কী আয়োজন, সব উচাটন
খাওয়া ঘোরাঘুরি,
হঠাৎ করে বন্ধুরা দেয়
বগলে সুড়সুড়ি,
ছোট ছোট হাতগুলো দেয়
আনন্দেরই তুড়ি!

 

আমার গাঁয়ে
আশরাফ আলী চারু

আমার গাঁয়ে উদাস দুপুর মিষ্টি বিকেল
সুখের সকাল কুটুম পাখির ডাকাডাকি
মনের ভেতর কিচিরমিচির বসায় কী মেল!
জাম, জারুলের সুখস্মৃতি হয় আঁকাআঁকি।

আমার গাঁয়ে বৃক্ষ শোভা চোখজুড়ানো
এক নদী মাছ বৃষ্টি হলে লাফায় জলে
শীতের মৌসুম বদ্ধ জলে সুখ মুড়ানো
শাপলাগুলো মনের কথা সবটা বলে।

আমার গাঁয়ে মাচায় ঝোলা লাউ করলা
বরবটি শিম পটোল কদু আনাজ পাতি
সুস্বাদু বেশ দেখেও মজা আর সরলা
মাচায় মাচায় বুলবুলিদের মাতামাতি।

আমার গাঁয়ে সরিষা বন হলদে পাখি
পানকৌড়িদের মধুর বিলাপ পুকুর পাড়ে
সজনেডাঁটা চায় এগোতে মেলে আঁখি
পাল্লা দিয়ে কদম ডালের সামনে বাড়ে।

রাত্রিগুলো খুব আরামের মিষ্টি ঘুমের
তাই মনে হয় স্বপ্ন দেখি সুখের মায়ার
সুখস্মৃতিতে ভেসে ওঠে সুখ মৌসুমের
আমার গাঁয়ে পাই না দেখা মেকি ছায়ার।

 

হতাম যদি
শাহানাজ শিউলী

হতাম যদি বৃষ্টি আমি
ভিজিয়ে দিতাম ধরায়,
কালো মেঘে ঢেকে দিতাম
পুড়তো না কেউ খরায়।

বৃক্ষ হলে থাকতো সবাই
আমার শীতল ছায়ায়,
সবুজ আঁচল বিছিয়ে দিয়ে
জড়িয়ে নিতাম মায়ায়।

সাগর হলে ঢেউয়ের তালে
ভাসিয়ে নিতাম দুখ,
অথৈ জলে মিটিয়ে দিতাম
তৃষ্ণা ভরা বুক।

হতাম যদি পাহাড়,আকাশ
নীল সমুদ্রের মতো,
মুছিয়ে দিতাম গহন বেদন
দুঃখ আছে যত।

মাটি হলে আমার বুকে
রাখতো সবাই মাথা,
মায়ের মতো আগলে রেখে
ভুলিয়ে দিতাম ব্যথা।

 

গ্রীষ্মের ফল
হুমায়ুন আবিদ

গ্রীষ্মে আম পাকে
পাকে কালো জাম
গরমে চাম পুড়ে
ঝরে পড়ে ঘাম।

কাঁঠালের পাকা ঘ্রাণ
ভাসে পাড়া গাঁয়
তরমুজ-আনারস
গ্রীষ্মেতে পায়।

টসটসে পাকা লিচু
বাঙ্গি-লটকন
কচি তাল শাঁস খতে
আনচান মন।

বেল-গাব খেতে মজা
যদি হয় পাকা
গ্রীষ্মে ফল ফুলে
ছবি হয় আঁকা।

 

জ্যৈষ্ঠ
সফিউল্লাহ লিটন

জ্যৈষ্ঠ মাসে গাছে গাছে
পাকে যখন ফল
এ গাছ থেকে ও গাছ ছুটে
খোকা-খুকুর দল।

পাখ-পাখালির আনাগোনা
যায় বেড়ে এই মাসে
পাড়ায় পাড়ায় ইষ্টি-কুটুম
বেড়ায় হেসে হেসে ।

মগ ডালেতে উঠে কেহ
দেয় যখনই ঝাঁকি
জামের সাথে ধুলার তখন
হয় যে মাখামাখি।

 


বাবার ছায়া
আবরার নাঈম

বাবা হলো মাথার ছায়া
বাবা প্রিয় অতি,
প্রেম মমতায় আগলে রাখে
চায় কভু ক্ষতি।

বাবা ছাড়া জীবন যেন
খুঁটিবিহীন ঘর,
বাবা ছাড়া সবই আমার
লাগে ভীষণ পর।

ওগো প্রভু দীর্ঘ করো
আমার বাবার ছায়া,
তারই তরে দাও বাড়িয়ে
আমার প্রীতি-মায়া।


আরো সংবাদ



premium cement