১৭ জুন ২০২৪
`

আগডুম বাগডুম : কবিতা

-

কবি ছিলো একজনই
আতিক হেলাল

কবি ছিলো একজনই, বিদ্রোহী নজরুল
বিদ্রোহে, বিপ্লবে গড়া তার সত্তা
প্রতিবাদই কবিতার ছিলো সারবত্তা
সাহসের নীতি থেকে নড়েননি এক চুল।
কবি ছিলো একজনই, বিদ্রোহী নজরুল

মানুষের কথা বলা মানবিক আত্মা
ভয়-ভীতি তার কাছে পায়নি যে পাত্তা
ধরিয়ে দিতেন তিনি সমাজের যত ভুল।
কবি ছিলো একজনই, বিদ্রোহী নজরুল

সাম্যের বাণী ছিলো তার প্রতিপাদ্য
সকলেই পায় যেন বস্ত্র ও খাদ্য
তাঁর কাছে বড় নয় বর্ণ বা জাত-কুল।
কবি ছিলো একজনই, বিদ্রোহী নজরুল

শাশ্বত সুন্দর তাঁর গীতিকাব্যে
তাঁর মতো সুন্দর আর কে গো ভাববে?
তাই তিনি শেকড় বা আমাদেরই মূল
কবি ছিলো একজনই, বিদ্রোহী নজরুল।

 

শিশুর সঙ্গ
আবুল খায়ের নাঈমুদ্দীন

আমায় ডেকে বললো যে একজন
মুখটা কালো, খারাপ নাকি মন?

ফুলের ঘ্রাণে নাও ভরে নাও মন
দুঃখ কিছু থাকবে না তখন।

সময় পেলে শিশুর সঙ্গ নিও
খেলাধুলায় একটু সময় দিও।

নিজের মনে আস্তা রেখো নিজে
দেখবে জীবন আনন্দময় কী যে!

 

বৃষ্টিরে তুই
শাহীন খান

বৃষ্টিরে তুই ঝমঝমিয়ে পড়
তোর ছোঁয়াতে ভিজুক এ অন্তর
ডিঙি নিয়ে ফেলবো খালে জাল
মাছরা জলে মারতেছে রে ফাল।

বৃষ্টিরে তুই বন্ধু আমার হোস
আমার পাশে চুপটি হয়ে বোস
ওই যে ডোবায় ব্যাঙরা করে গান
সে গান শুনে প্রাণ করে আনচান।

বৃষ্টিরে তুই বেতস বনে আয়
ডাহুক পাখি মুখ লুকিয়ে চায়
পাশের গাঁকে দূরের মনে হয়
সেথায় যেতে ভীষণ লাগে ভয়!

বৃষ্টিরে তুই ক্ষেতের আলে ঝর
কেয়া পাতা কাঁপুকগে থরথর
মন মহুয়ার বনে পড়ুক সাড়া
সজীব হয়ে যাকগে মরা চারা।

 

রাতের বাংলাদেশ
সানজিদা আকতার আইরিন

জোনাক জ্বলে ঝোপে ঝাড়ে
বাঁশ-বাগানের পাশে
রুপার জড়ির পাড় বাঁধানো
পূর্ণিমা চাঁদ হাসে।
গন্ধরাজের মিষ্টি সুবাস
ছড়িয়ে রাতের গায়ে
ঝিঁঝিঁ পোকার ডাকে জড়ায়
মায়ার বাঁধন পায়ে।

দূরের বনে শিয়াল ডাকে
হুক্কা হুয়া হু
দখিন হাওয়া বারে বারে
দেয় মেরে এক ফুঁ।
চক্ষু জুড়ায়, অঙ্গ জুড়ায়
যায় কেটে সব ক্লেশ
তাই তো এতো ভালোবাসি
আমার বাংলাদেশ।

 

একটা ছবি
রিয়াজ মাহমুদ রাতুল

আমার মনে খুব যতনে একটা ছবি রাখা,
ভালোবাসার অনেক রঙে এই ছবিটা আঁকা।
এই ছবিটা বড্ড দামি যায় না টাকায় কেনা
এই ছবিটা এমন ছবি বিশ্বজুড়ে চেনা।

এই ছবিটি মায়া ছড়ায় ভালোবাসার দামে-
যতœ করে তাই রেখেছি বুকের বাঁ’য়ে খামে।
মোনালিসার চিত্রকেও হার মানাবে তা-
এই ছবিটির মূলেই হলো সৃষ্টি সভ্যতা।

এই ছবিটি যতœ করে রাখলে জনম ভর
নুরের আলোয় উদ্ভাসিত হবে সবার ঘর।
এই ছবিটি এতই দামি যায় না লেখা অঙ্কে
এই ছবিটার ফ্রেম সাজানো মন ভুলানো পঙ্কে।

জন্ম থেকেই এই ছবিটি আমার মনে রাখা
ভালোবাসার রঙে রঙে নাড়ির টানে আঁকা।
এই ছবিটা হলো আমার প্রিয় জননীর-
পরকালের জান্নাত আমার সুখ যে ধরণীর।


আরো সংবাদ



premium cement